।। অসম্ভব সাহসী মুন্নি সাহা আমার প্রিয় সাংবাদিক ।অনেক সংগ্রাম করে এতদুর এসেছেন তিনি ।তার মুখ থেকেই শুনুন এবার। মুন্নি সাহা বলেন, ‘‘আমাদের শুরুটা অনেক কষ্টের৷ তবে আমার মনে হয় আমার চেয়ে যারা আরো ২০ বছর আগে সাংবাদিকতা শুরু করেছেন তারাও হয়তো একই কথা বলবেন৷ কিংবা আমার চেয়ে ১৫ বছর পরেও যারা সাংবাদিকতা শুরু করবেন তারাও হয়তো বুড়ো হয়ে এরকম কথাই বলবেন কি না আমি জানি না৷ তবে আমার সাংবাদিকতা জীবনের শুরুতে সংবাদ কক্ষে আমিই একমাত্র মেয়ে সাংবাদিক ছিলাম বলা যায়৷ রাতের বেলায় যখন সংবাদ কক্ষে কেউ সংবাদ বিজ্ঞপ্তি দিতে আসতো, তখন তারা আমাকে দেখে মনে করতো, হয়তো কারো স্ত্রী৷ মানে আমি যে একজন সাংবাদিক এবং আমার হাতে সংবাদ বিজ্ঞপ্তিটা দেওয়া যায়, সেটা অনেকে ভাবতেই পারতো না৷'' নারী সাংবাদিক হিসেবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন তিনি৷ তাঁর ভাষায়, ‘‘আমার স্মরণ আছে, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী ছিলেন৷ আমি খালেদা জিয়ার কোনো একটি অনুষ্ঠানে গিয়েছি সেটার উপর প্রতিবেদন করার জন্য৷ কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা আমাকে সাংবাদিকদের সারি থেকে জোর করে তুলে দিচ্ছিলেন৷ আমি বললাম, আমি এখানে বসবো না কেন? কিন্তু তারা বললো, এই তুমি যাও পেছনে মেয়েরা বসছে সেখানে বসো৷ এমনকি প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী এসএসএফ'এর সদস্যরাও সেখানে ছুটে আসে৷ বেশ জটলা তৈরি হয়ে যায়৷ তারা ভাবতেই পারে না যে, মেয়েরাও আবার সাংবাদিক হতে পারে৷ যাহোক, এমন পরিস্থিতি প্রায়ই হতো৷ এছাড়া একজন মেয়ে সাংবাদিক এভাবে সংবাদ সংগ্রহ করছে এবং তার খবর আবার নিজের নামে প্রকাশ করা হচ্ছে, এটা আমার সহকর্মীরাও ভালোভাবে গ্রহণ করতে পারতেন না৷ ফলে আমার কাছে প্রায়ই মনে হতো যে, এই পেশাটা আরো বেশি পুরুষ নিয়ন্ত্রিত৷'' কি বুঝলেন । ।পুরুষ ???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।