নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে। মুন্নি সাহ এমন করছে কেন? এই কেনর উত্তর খুঁজতে গিয়ে মনে পড়লো বিজ্ঞানি আইস্ট্যাইন-এর একটা উক্তি।তিনি বলেছেন, মানবিক দায় বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে।এই পুজিঁবাদী শিক্ষার কাজেই হলো উৎকৃষ্টমানের শ্রমদাস তৈরি করা।মুন্নি সাহ যে আচরণগুলো একজন সংবাদিক হিসেবে করছেন এটা তার কর্পোরেট মিড়িয়া শিক্ষার প্রতিফলন।তিনি মানুষ হিসেবে যদি তার আচরণগুলো প্রত্যক্ষ করতে তবে তিনি নিজেই ঘৃণা করতেন।এই কর্পোরেট মিড়িয়াই তাকে শিখিয়েছে, মানুষ নয় খবরেই হচ্ছে বড়।যত বড় খবর তত যশ তত খ্যাতি, তত বেশি সংবাদ বাণিজ্য।তাই বলছিলাম যারা মুন্নি সাহাকে গালাগালি করছেন, তারা দয়া করে ব্যক্তি মানুষকে গালাগালি দেওয়ার আগে সমাজ চরিত্রটাকে একটু বিচার করে দেখবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।