আমাদের কথা খুঁজে নিন

   

আপাতত মুন্নি বদনাম চলছে । চলুক ......

"সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল" ব্লগারঃ সুন্দরবন বাঁচাও !!! সুন্দরবন বাঁচাও !!! সুন্দরবন বাঁচাও !!! বিথীঃ হুম ঠিক ঠিক আমি সাথে আছি । লাইক । ২ দিন পরঃ ব্লগারঃসাভার ট্রাজেডি রানা ভবন ধসে পড়েছে । সুন্দরবন টন সব আপাতত বাদ। সবাই নেমে পড় ।

রক্ত দাও । রানাকে গ্রেপ্তার কর । সুন্দরবন ইভেন্ট বাদ এখন । বিথীঃ ঠিক ঠিক । সিম্পেথি সিম্পেথি ।

মন খারাপ । হতাশ । চিন্তিত । শোকাহত । সুন্দরবন জাহান্নামে যাক ।

সাভারে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতেই হবে ভবন ধরে নাড়াচড়া করার কারনে রানা প্লাজা ধসে পড়ছে। এসব করতে করতে এতদিনে সুন্দরবন বাঁচাও নামে যে একটা ইভেন্ট আছে সেটার কথা ভূলেই গেছে সবাই। ৭ দিন পরঃ ব্লগারঃ ঐ তোরা কে কয় আছস !! সাভার টাবার বাদ দে !! হেফাজত আইল । ঈমান গেল । দেশ গেল ।

নাস্তিক আইল । জিহাদ কর । শহীদ হও । জঙ্গী আইল । দেশ ভারতের হয়ে গেল ।

লাশের সংখ্যা ২৫০০ ,আর একদল কয় ৭/৮ জন । বিথীঃ নিরব । ৩ দিন পরঃ ব্লগারঃ হেফাজত টেপাজত সব বাদ । লাশ গুমের মত অদ্ভুত কাহিনী টাহিনী সব বাদ। সব ছেড়ে মুন্নি সাহা হেন করছে তেন করছে ।

মুন্নি বদনাম । অনুভূতি । রেশ্মির এমন ফ্রেস থাকার রহস্য কি ? শুকনা খাবার কয় পাইছেন ?? মুন্নি বদনাম । কম করে হলেও ১ লাখ পোস্ট শুধু মুন্নি বদনাম নিয়ে । এতক্ষনে ৫ই মার্চের সব কিচ্ছা খতম ।

এই নিয়ে হেফাজত হটাও সম্প্রদায়ঃ আলহামদুলিল্লাহ । সুবাহানাল্লাহ । আল্লাহ কত মেহেরবান!!! জামাতি সম্প্রদায়ঃ বিরাট রহস্যের গন্ধ !!! ২৫০০ মানুষকে হত্যা করার পর গুম হওয়া লাশ রানাপ্লাজার ভেতর পরিকল্পিত ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে !!!! এতদিনে সুন্দরবনের কথা মন থেকে ১০০ % মুছে গেছে । বিথিঃ নিরব !!! এভাবেই চলছে চলুক । হোয়্যাট ইজ নেক্সট ?? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।