আমাদের কথা খুঁজে নিন

   

অসভ্য সাংবাদিকতা।দোষ শুধু মুন্নি সাহার একা না।

। সাভারের ধ্বংসস্তূপের ভেতর থেকে রেশমাকে উদ্ধারের পর সময় টিভির উপস্থাপকের আচরন ছিল পাড়ার একজন চিছঁকে মাস্তানের মত।সময় টিভির রিপোর্টার উদ্ধারকাজে নিয়োজিত সেনাবাহিনীর একজন কর্মকর্তার হাত এমন ভাবে ধরেছে যে কথা বলতেই হবে। একজন সাংবাদিক কিভাবে একজন সেনা কর্মকর্তার হাত ধরে টানাটানি করে? এরপর হঠাৎ করে মুন্নি সাহার গলা।একের পর এক আজগুবি প্রশ্ন।সেনাবাহিনীর উচিত ছিল রেশমা যেখানে ছিলো সেখানে মুন্নি সাহাকে ঢুকিয়ে দিয়ে অন্যদিকে উদ্ধার কাজে মনযোগ দেওয়া।কয়েকদিন পর অসভ্য সাংবাদিকদের কেউ গিয়ে প্রশ্ন করত,হ্যালো,কেমন আছেন?আপনাকে এত সতেজ দেখাচ্ছে কেন?গর্তের ভেতর আপনার অনুভূতি কি? রেশমা তো মাত্র ১৭দিন ২০০৫ সালে পাকিস্তানে ভুমিকম্পের ধ্বংসস্তূতের ভেতর এক নারী বেঁচে ছিলেন ৬৩দিন।১৯৯৫ সালে দক্ষিণ কোরিয়ায় ১৯বছরের এক মেয়ে বেঁচে ছিল ১৭দিন। আসলে রেশমা উদ্ধারের সময় চারদিকে যখন আল্লাহু আকবর আল্লাহু আকবর ধ্বনি উচ্ছারিত হচ্ছিল তা শুনেই মুন্নি সাহার মাথা বিগড়ে গেছে।সাধরন মুসলমানদের সাথে সেনাবাহিনীর কর্মীরাও আল্লাহু আকবার ধ্বনি দেবে মুন্নি সাহার মত ইসলাম বিদ্ধেষী হিন্দুরা এই শোকে উন্মাদ না হয়ে কি পারে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।