আমাদের কথা খুঁজে নিন

   

সন্ধ্যায় নিঃস্বঙ্গ পাখি

আমি যা বিশ্বাস করি না... তা বলতেও পারি না! সন্ধ্যা হলেই নিঃসঙ্গ এক চড়ুই পাখি এসে বসে, বারান্দার চৌকাঠের ওপড়। আমি দেখলেই, দূর দূর করে তাড়িয়ে দিই। মুখে বলি- চৌকাঠের ওপর বসিস কেন? ঘর বানিয়ে থাকতে পারিস না? চড়ুইটা উড়ে যায়; কিন্তু বয়সের আলস্যে ঘর বানানো হয় না তার। আর কাকে নিয়েই বানাবে? সে যে নিঃসঙ্গ! তাই তাড়িয়ে দিলেও, বারবার ফিরে আসে; এসে বসে চৌকাঠের ‘ইজি চেয়ারে’। তবে আমিও নাছোড় বান্দা; দেখলেই ফের তাড়িয়ে দিই। নির্লজ্জ্ব পাখিটা তবুও, বারবার ফিরে আসে! অবুঝ পাখিটা কিছুতেই বোঝে না- নিঃসঙ্গ- বৃদ্ধদের কোত্থাও জায়গা হয় না! - সফিক এহসান ৭ ফেব্রুয়ারী ২০০৬

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.