আমার অবস্থা- কবি কবি ভাব- শুধু কাব্যের অভাব। যখন কবি কবি ভাব-গদ্যেরা পদ্য হয়ে ধরা দেয়, যখন কাব্যের অভাব-পদ্যরাও গদ্য হয়ে যায়.........। সন্ধ্যার আঁধার নেমে এলো আজ, জানিনা কেন আমার মনেও নামলো সাঁঝ। চারিদিকে ঝিরিঝিরি মৃদুমন্দ বাতাস তবু কেন জানি আমার মনটা আজকে হতাশ। বিষন্নতা ছুটি আমায় দিলোনা আজ, তাই আমি একা বসে কাটাই আজকের সাঁঝ। জানিনা কার স্মরণে, মন কাঁদে কোন কারণে। (-অসমাপ্ত-) -সাদেকুর রহমান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।