যদি মানুষ না হই তবে যেন আবার জন্ম নিই মানুষ হয়ে. . . যাকে দাফন করে এলে আজ সন্ধ্যায় আজ সন্ধ্যায় যাকে দাফন করে এলেম তার কবরের পাশে দাড়িয়ে একজন বললো- এ শত্রু পক্ষের লোক, তার বাস নরকে হউক দাও, ছুড়ে দাও বাগারে- - - অন্য একজন আঙ্গুল তাক করে বলল- ও যোদ্ধা, আমাদের বীর, রাজপথের বলিষ্ঠ সৈনিক তাকে সায়িত করো আতর নোভানে স্বর্গে সে যাবেই যাবে- - - আর দু'একজন ভালোয় মন্দে ছুড়ে দিল এক মিশেল বানী- কে জানে কে সে! কেন আসে এমন উতলা দিনে মাঠের ধারে!!! যা,এবার পচে মর, হতচ্ছারা- - - দূরে এক বর্ণহীনা আকাশের দিকে তাকিয়ে কবরটা ছুই ছুই করে বলল- যাকে তোমরা দাফন করে এলে-রক্তাক্ত - - -সে কিন্তু আমারই ভাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।