আমাদের কথা খুঁজে নিন

   

যেকোন java কিংবা Symbian মোবাইল থেকে IndiSMS দিয়ে নিখুতভাবে বাংলা লিখুন। ☼একটি টেকি পোস্ট☼

আমরা অনেকেই মোবাইল থেকে বাংলা লিখতে Indi SMS ব্যবহার করি। আমি নিজে ও করি, এই টিউনটিও আমি Indi SMS দিয়েই লিখেছি। Indi SMS দিয়ে লিখতে গেলে আমরা দ্রুত লিখতে পারি না কারন স্বরবর্ণ, ব্য্ঞ্জণবর্ণ, কার/ফলা, যুক্তবর্ণ ইত্যাদি কোন Button এ আছে বা কিভাবে ব্যবহার করতে হোয় তা জানি না । আমি আজ আপনাদের Indi SMS দিয়ে কিভাবে বাংলা লিখতে হয় তা শিখাবো। তাহলে শুরু করা যাক ঃ স্বরবর্ণ ঃ অ=A/a, আ=aa/AA, ই=ই/ই, ঈ=ee/EE, উ=u/U, ঊ=oo/OO, ঋ=R, এ=e/E, ঐ=ai/AI, ও=o/O, ঔ=au/AU. অং=aM, অঃ=aH, অঁ=aAM, অাঁ=aOM, অ্য=AY, এ্য=EY | ব্যঞ্জণবর্ণ ঃ ক=k/c/q, খ=kh/Kh, গ=g, ঘ=gh, ঙ=Ng, চ=ch, ছ=chh, জ=j, ঝ=jh/z, ঞ=Nj, ট=T, ঠ=Th, ড=D, ঢ=Dh, ণ=N, ত=t, থ=th, দ=d, ধ=dh, ন=n, প=p, ফ=ph/f, ব=b/w/v, ভ=bh, ম=m, য=y, র=r, ল=l, শ=sh, ষ=Sh, স=s, হ=h, ড়=D~, ঢ়=Dh~, য়=Y, ß‍=Th‍ , ং=M, ঃ=H, ঁ=AM | কার/ফলা ঃ ক=k/ka, কা=kaa, কি=ki, কী=kee, কু=ku, কূ=koo, কে=ke, কৈ=kai, কো=ko, কৌ=kau, কং=kaM, কঃ=khH, কঁ=kAM, কাঁ=kOM, কৃ=kRu, ক্‌=k^ ক্ষ=kSh | আশা করি এখন আর বাংলা লিখতে অসুবিধা হবে না। Indi SMS software ta java/symbian সব মোবাইলেই সাপোর্ট করবে। http://m.getjar.com/indisms এই লিংক থেকে ডাউনলোড করোন. উপরের লিংকটি Symbian s60v3 এর জন্য। অন্যান্য মোবাইল ইউজাররা http://m.getjar.com এই লিংক এ গিয়ে IndiSMS লিখে search দিন পেয়ে যাবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.