...যে করে কালার চরনের আশা/ জানোনা'রে মন তাঁর কি দুর্দশা... যেকোন একটা খাল এবং তাঁর কালভার্ট নামক বক্ষবন্ধনী, যেকোন একটা বালিকা হাইশকুল এবং তাঁর প্যান্ডোরার বাক্সের মতোন শ্রেণিকক্ষ থিকা ঝাঁকে ঝাঁকে বাইর হইতে থাকা নীল বালিকা পরীগণ এবং যেকোন একটা দেশ নামক আরোপিত সীমানা-চৌহদ্দি সহ অসংখ্য অসংখ্য বিস্তারিত কালিক ফলক, যেকোন একটা পিচকালো সটান সড়কে প্যাঁচায়া থাকা জোৎস্নার জটাময় জাল, যেকোন একদিন সব লুট হলে পরে শুনি বাতাসের শইল ফালা ফালা করে আগাইতেছে করুণ নিশিবিলাপ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।