আমাদের কথা খুঁজে নিন

   

যেকোন সমস্যার সমাধান এখন সামুতে!

তাকে খুঁজতে মেঘ পাঠিয়েছিলাম। কিছু মেঘ ভেসে গেল সময় স্রোতে। কিছু পথ ভুলে ফিরতে পারল না। কিছু হারিয়ে গেল বিদ্যুৎ স্ফুলিঙ্গে। অবশিষ্ট যা ছিল, খেয়ে ফেললো কোন ক্ষুধার্ত কালো অন্ধোকার।

বৃষ্টিহীন মরুভূমিতে আমি এখন বালুর সওদাগর।

ভাইসব, আপনার কি মাথা ব্যাথা করছে বা শরীর গরম অথবা বমি বমি ভাব কিংবা প্রেমে সদ্য ছ্যাকা খেয়ে নিজেকে দেবদাস দেবদাস লাগছে। নো টেনশন ডু ফূর্তী । কারন এখন সামু কতৃপক্ষ আপনার সমস্যার সমাধান করে দেবে এক মহূর্ত্বের মধ্যে। যারা এখন জানেন না তাদের জন্য বলছি।

এখনই যোগাযোগ করুন সামুর নিবেদিত সেবক/সেবিকাদের সাথে। কিভাবে যোগাযোগ করবেন? তাহলে আসুন দেখে নেওয়া যাক। যারা এখন খেয়াল করেন নি তাদের জন্য চোখে হাত+পা দিয়ে দেখিয়ে দিচ্ছি। নিচের ছবিতে চিহ্নিত অংশটুকু দেখুন এখন আপনার সমস্যা জানান লিংকে ক্লিক করুন। ব্যাস নতুন একটি পেজ আসবে।

আর সাথে নিয়ে আসবে একটি ফর্ম। যারা ফর্ম দেখে ভয় পান তাদেরকে বলছি এখানে ভয় পাবার কিছু নেই। আপনাকে সাহায্য করার জন্য সামু কর্তৃপক্ষ সদা প্রস্তুত। তাই নির্ভয়ে ফর্ম ফিলাপ করুন। ভুল হলে ফর্ম বাতিল করা হবে না।

সামু কর্তৃপক্ষ নিজ দায়িত্বে ঠিক করে নিবে। এখন কি করবেন? নিচের ছবিটি দেখুন: যন্ত্রের সাথে বসে থাকতে থাকতে হয়ত আমার মত অনেকের শরিরে Bug ধরা পড়েছে। পোগ্রাম ঠিক নিয়ম মেনে চলছে না। তাই দেরী করবেন না। এখনই সামুকে রিপোর্ট করুন।

নইলে দেরী হয়ে যাবে। আর দেরী হলে সামু কর্তৃপক্ষ দায়ী থাকবে না কিন্তু। ভাই আপনার কি মাথা ব্যাথা করছে বা শরীর গরম অথবা বমি বমি ভাব কিংবা প্রেমে সদ্য ছ্যাকা খেয়ে নিজেকে দেবদাস দেবদাস লাগছে। নো টেনশন ডু ফূর্তী । কারন এখন সামু কতৃপক্ষ আপনার সমস্যার সমাধান করে দেবে এক মহূর্ত্বের মধ্যে।

যারা এখন জানেন না তাদের জন্য বলছি। এখনই যোগাযোগ করুন সামুর নিবেদিত সেবক/সেবিকাদের সাথে। কিভাবে যোগাযোগ করবেন? তাহলে আসুন দেখে নেওয়া যাক। যারা এখন খেয়াল করেন নি তাদের জন্য চোখে হাত+পা দিয়ে দেখিয়ে দিচ্ছি। নিচের ছবিতে চিহ্নিত অংশটুকু দেখুন এখন আপনার সমস্যা জানান লিংকে ক্লিক করুন।

ব্যাস নতুন একটি পেজ আসবে। আর সাথে নিয়ে আসবে একটি ফর্ম। যারা ফর্ম দেখে ভয় পান তাদেরকে বলছি এখানে ভয় পাবার কিছু নেই। আপনাকে সাহায্য করার জন্য সামু কর্তৃপক্ষ সদা প্রস্তুত। তাই নির্ভয়ে ফর্ম ফিলাপ করুন।

ভুল হলে ফর্ম বাতিল করা হবে না। সামু কর্তৃপক্ষ নিজ দায়িত্বে ঠিক করে নিবে। এখন কি করবেন? নিচের ছবিটি দেখুন: যন্ত্রের সাথে বসে থাকতে থাকতে হয়ত আমার মত অনেকের শরিরে Bug ধরা পড়েছে। পোগ্রাম ঠিক নিয়ম মেনে চলছে না। তাই দেরী করবেন না।

এখনই সামুকে রিপোর্ট করুন। নইলে দেরী হয়ে যাবে। আর দেরী হলে সামু কর্তৃপক্ষ দায়ী থাকবে না কিন্তু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.