আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় সরকার বাহাদুর, আর কত তামাশা করবেন ?

জয় বাংলা ..... সকালে সামুতে একটা পুস্ট দেখেছিলাম, ফেইসবুকে লগিন করা যাচ্ছে না, ওই ভদ্রলোক বলতে চাচ্ছিলেন সরকার ফেইসবুক বন্ধ করে দিয়েছে। পুস্ট দেখার সাথে সাথে আমি কিউবি তে চেক করে দেখলাম, ফেইসবুক ঠিকঠাক মত চলতেছে। ওই ভদ্রলোকের প্রতি বিরক্ত হয়েছিলাম, একবার ভেবেছিলাম কঠোর মন্তব্য করব, কিন্তু সময় স্বল্পতার জন্য উনার পোস্টের প্রতিউত্তরে কঠোর কথা বলতে না পেরে কষ্ঠ নিয়ে বাসায় থেকে বের হয়েছিলাম। আমাদের অফিসে সরকারী প্রতিষ্ঠান বিটিসিএল এর ইন্টারনেট সংযোগ ব্যাবহার করা হয়। ওফিসে আসার পর একজন সহকর্মী জিজ্ঞেস করল ফেইসবুক কি বন্ধ করে দিছে ? আমি অবাক হলাম।

ভাবলাম উনি সম্ভবত সামুতে প্রকাশ হওয়া ওই পুস্ট পড়ে বিব্রত হচ্ছেন। আমি উনাকে আস্বস্থ করার চেষ্টা করলাম, ফেইসবুক বন্ধ হয়নি এটা আপনি ভুল শুনেছেন। উনি প্রতিউত্তরের বলল, তাহলে কি আমার পিসিতে সমস্যা ? তারপর আমি তার ভুল ভাঙানোর জন্য, আমার পিসিতে ফেইসবুক লগিন করার চেষ্ঠা করে ব্যার্থ হলাম, ভাবলাম হয়ত আমাদের দুজনের পিসিতে সমস্যা অথবা বিটিসিএল এর সাময়িক সমস্যা। তারপর বহু চেষ্টা করে ব্যার্থ হয়ে, আমার এক পরিচিত এক বিটিসিএল ব্যাবহারকারীর পিসিতে গিয়ে দেখলাম একি অবস্থা। তারপর প্রক্সি সাইট ব্যাবহার করে ফেইসবুকে লগিন করতে পেরে মুটামোটি নিশ্চিত হলাম, বিটিসিএল ফেইসবুক ব্লক করেছে।

এ ব্যাপারে বিটিসিএল অফিসে কল করলে, তারা কোন সুদোত্তর দিতে পারল না । তারপর পুরোপুরী নিশ্চিত হলাম এটা সরকারী আবালীয় কর্মকান্ডের একটি। সরকার বাহাদুরের কাছে আমার প্রশ্ন হল - আজকে হরতাল ছিল ? আজকে কি কোন যুদ্ধাপরাধী অথবা বিশেষ কোন অপরাধীর রায়ের দিন ছিল ? আজকে কি দেশে জরুরী সংকট ছিল ? তাহলে আইজকা কেন ফেইসবুক বন্ধ করলেন ? মাননীয় সরকার বাহাদুর, এরকম একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম বন্ধ হওয়ার কয়েক ঘন্টা অথবা কয়েকদিন আগে সতর্ক বার্তা পাওয়ার যোগ্যতা কি জনগনের নেই ? নাকী আমাদের (সামাজীক যোগাযোগ মাধ্যম ব্যাবহার কারীদের ) জনগনের অংশ মনে হয় না ? আজকে বিটিসিএল এ ফেইসবুক ব্লক হওয়াকি আপনাদের কারসাজির অংশ ? নাকী, এটা কতিপয় বিটিসিএল কর্মকর্তার অজ্ঞতার কারন ? আপনারা কি আজকে ফেইসবুক (এখন পর্যন্ত) বন্ধ করে রেখে, দেশকে কোন বিশাল সড়যন্ত্র অথবা সহিংসতার হাত থেকে রক্ষা করে ফেললেন ? মাননীয় সরকার বাহাদুর, ধরেন আজকে খবর আসল, ৭ দিনের মধ্যে, যে কোন একদিন বাংলাদেশের যে কোন একটি সড়ক ব্যাবহার করে, ভযাবহ সহিংস কর্মকান্ড ঘঠানো হবে এবং আপনারা এই সংবাদে নিশ্চিত হওয়ার পর কি বাংলাদেশের সব সড়কপথ, সেই দুর্ঘটনা ঘঠার আগ পর্যন্ত বন্ধ রাখবেন ? মাননীয় সরকার বাহাদুর, এর আগে ইউটিউব বন্ধ করলেন, আজকে ফেইসবুক ব্লক করলেন, সামনে কি ব্লগ গুলাও বন্ধ করবেন ? মাননীয় সরকার বাহাদুর, আমাদের সাথে এভাবে আর কত তামাশা করবেন ? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.