উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা
মাননীয় শব্দটি আমাদের আমলাযন্ত্রের কাছে এত পছন্দের কেন তার এক অনুসন্ধান করার আবেদন রইল সামুর বিজ্ঞজনদের কাছে। প্রশাসন কোন কারন ছাড়াই একজন রাজনৈতিকভাবে নির্বাচিত ব্যক্তিকে অথবা তার উর্ধতনকে যে কোন অনুষ্ঠানে "মাননীয়" অমুক, "মাননীয়" সমুক বলতে, নির্লজ্জভাবে সম্বোধন করতে উৎসাহিত বোধ করতে অহরহ দেখা যায়। জনগনের দ্বারা নির্বাচিত প্রতিনিধি হলেই তিনি "মাননীয়" সম্বোধন করতে হবে, এটা কোথায় লেখা আছে জানতে ইচ্ছা করে। ব্যক্তিগতভাবে "মাননীয়" উপাধি বা সম্বোধন করনে সরকারী পর্যায়ে লিখিত নির্দেশ না থাকলে, এই প্রর্থা কোন ভাষনে ব্যবহার করা, সম্বোধন করা আমার কাছে মনে হয় অতিশয় ব্যক্তিপূজা সম, অথবা তৈল মর্দন।
ইংরেজী সম শব্দের যদি এর অর্থ করা হয়, তা হোলেও তা ভুল অনুবাদ করা হয়েছে। ইংরেজিতে কাউকে সম্মান করনে যখন সম শব্দের ব্যবহার হয় সেটি সাধারনতঃ Honourable,
His/Her Excellency(দূত এর ক্ষেত্রে),
তা অর্থ দাড়ায়,
যথাক্রমে "সন্মানিত" আর
"সৌষ্ঠব বা হুজুর"(ইন্টারনেট সামসাদ অভিধান থেকে নেয়া)।
"মাননীয়" এর সমার্থক শব্দ নয় কোন ক্রমেই। কাউকে কারন ছাড়া, বিধান ছাড়াই মানতে হবে, এটা মেনে নেয়া জাতি ও সাধারন জনগন হিসেবে মেনে নেয়া সঠিক নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।