মুক্ত মন....সারাক্ষণ
.....আমার দেয়া সাহস ও সহযোগিতার প্রতিশ্রুতিতে একদিন নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন তাঁরা। ....
আজ চোখের সামনে সেই স্বপ্নের অপমৃত্যু দেখে হু হু করে উঠছে বুকের ভেতরটা। ... একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে আমার দেয়া সাহস ও সহযোগিতার প্রতিশ্রুতির উপর ভর করে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যাক্টরিগুলো-
শুধুই দীর্ঘশ্বাস। ....দীর্ঘশ্বাস ছাড়া ব্যতীত আজ তাদের জন্য কিছুই করতে পারছি না আমি....
বিকেলে সেরকম একজন ফ্যাক্টরি মালিক পরামর্শের জন্য এসেছিলেন আমার অফিসে। মাথা নিচু করে বসে আছেন বেচারা।
চোখমুখ জুড়ে রাজ্যের হতাশা। ....আমি সরাসরি বলে দিলাম, "আপাতত ক'দিনের জন্য ফ্যাক্টরিটা বন্ধ করে দিন। "
কথাটা বলতে বুকটা কেঁপে উঠল আমার। তবুও বললাম। বলার পর চোখ দুটো বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে চুপ করে থাকলাম মিনিট দশেক।
চোখ খুলে দেখি, গাল ও থুতনিতে জলের দাগ লেগে আছে তাঁর....। বুঝতে বাকি রইলো না আমার, গাল ও থুতনি বেয়ে চোখের জল গড়িয়ে পড়েছিল...।
দ্রুত মাল পাঠানোর জন্য একের পর এক অনুরোধ করছেন আমার বিদেশি ক্রেতা। মাল তৈরী থাকার পরও কেন মাল পাঠাতে দেরি হচেছ সে বিষয়ে জানতে চাচ্ছেন তিনি......তাঁর প্রশ্নের জবাব নেই আমার মুখে।
......মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় বিরোধী দলীয় নেত্রী, আপনাদের মুখে আছে কি সেই প্রশ্নের জবাব??......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।