আসসালামুআলাইকুম মাননীয় নেত্রীদ্বয়,
মাননীয় প্রধানমন্ত্রী,
আপনি কেমন আছেন। জানি, দেশের বর্তমান অস্তিরতায় এদেশের জনগণের মতো আপনিও বেশ চিন্তিত। আর চিন্তিততো আপনাকে হতেই হবে, কারন এ দেশের জনগনের আপনিই এখন অভিভাবক।
হে প্রিয় রাষ্ট্রনায়ক,
আপনার সফলতার মতো ব্যর্থতাও হয়তো কম নয়। আপনি যেমন এদেশের মানুষকে নিজের টাকায় পদ্মা সেতু করার স্বপ্ন দেখিয়েছেন এবং আমি জানি আপনি ইচ্ছা করলে সেটা পারবেনও।
আবার আপনার শাষনামলেই শেয়ার বাজার কেলেংকারীর জন্য এদেশের মানুষকে আত্মহত্যাও করতে হয়েছে। অন্যান্য আরো অনেক ইস্যু নিয়ে বলা যায়। কিন্তু আমি সেটা বলতে আসিনি।
হে লৌহ মানবী,
এ বিশ্ব যখন একটি দেশের মোড়লীপনায় অতিষ্ট আর তাদের দোষর ইসরাইলের কূটচালে মিডলইষ্ট এ শান্তি প্রায় নির্বাসিত, তখন আপনি, হ্যাঁ একমাত্র আপনিই জাতিসংঘের ভাষনে কঠোর ভাষায় পশ্চিমা বিশ্বের জারজ সন্তান হিসেবে ক্ষ্যাত সেই ইজরাইলের সমালোচনা করেছেন।
প্রিয় প্রধানমন্ত্রী,
গতকাল মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়কে কেন্দ্র করে দেশে যে অস্তিরতার সৃষ্টি হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে ৩৫ জনেরও অধিক মানুষের মৃত্যুকে সরকার এবং সরকারের পক্ষে অবস্থান নেয়া প্রচার মাধ্যমগুলো কেন পাশ কাটিয়ে যেতে চাচ্ছে, সরকার কেন এটাকে গণহত্যা বলতে নারাজ, সবিনয়ে জানতে চাই।
তারা যদিও কোন রাজনৈতিক দলের কর্মী হতে পারে কিন্তু সর্বোপরি তারা মানুষ এবং এদেশেরই নাগরিক। এটা হয়তোবা আমরা রাজনৈতিক ব্যস্ততায় অনেক সময় ভুলে যাই। যেটা এদেশের অন্যান্য নাগরিকের মতো আমাকেও কষ্ট দেয়।
মাননীয় বিরোধী দলীয় নেত্রী,
আশা করছি সিঙ্গাপুর থেকে আপনি সফল চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করেছেন। আপনার শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।
প্রিয় দেশনেত্রী,
মানবতা বিরোধী অপরাধের বিচার এবং এর পক্ষে-বিপক্ষে নানান ধরনের মতামত ও এর উপর ভিত্তি করে দেশের একটি ইসলামী রাজনৈতিক দলের কর্মসূচী আর রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মুখোমুখী অবস্থানের ফলে দেশে যে অস্থির অবস্থা বিরাজ করছে বিগত বেশ কিছুদিন যাবত তার পরিপ্রেক্ষিতে এদেশের অন্যান্য নাগরিকের মতো আমিও চাচ্ছিলাম দেশের অন্যতম বৃহত একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে আপনার এবং আপনার দলের একটি বিবৃতি।
হে প্রিয় বিরোধীদলীয় নেত্রী,
আপনার দলের পক্ষ থেকে দেয়া আজকের বিবৃতিটি আমি অনলাইনে বসে পড়েছি। এই বিবৃতিটি বর্তমানে কতটা এদেশের জনগণের পক্ষে গিয়েছে এবং কতটা যায়নি সেটা এদেশের জনগণই বিচার করবে। তবে, আমার কাছে মনে হয় এর যে মূল সারমর্ম তার মধ্যে কিছু কথা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে এবং কিছুটা বর্তমানে দেশের মানবাধিকার পরিস্থিতির বাস্তবতা ফুটে উঠেছে। আমি আপনার বিবৃতির কোন সমালোচনা বা আলোচনা করতে আসিনি এবং আমি সেটার যোগ্যও নই।
প্রিয় দেশনেত্রী,
আপনি দেশে বর্তমানে যে হত্যাকান্ড ঘটছে সেটার তীব্র নিন্দা করেছেন। এটা একজন মানুষ হিসেবে আমিও করি। কিন্তু যারা মৃত্যুবরণ করছে তাদের মধ্যে থেকে পরিচালিত অনলাইন ভিত্তিক বিভিন্ন ফ্যান পেইজ এ যে ধরনের ধর্মীয় অপব্যাখ্যা ও সহিংসতার উস্কানিমূলক বক্তব্য দেয়া হচ্ছে তার সমালোচনা কেন আপনার বিবৃতিতে নেই, আর আপনিকি মনে করেননা যে, এর দ্বারা ইসলামকেই ক্ষতি করা হচ্ছে, সবিনয়ে জানতে চাই।
আমার সশ্রদ্ধ ভালোবাসা নিবেন।
আমি আমার লেখায় যদি কোন বেয়াদবী করে থাকি তাহলে সবিনয় ক্ষমা প্রার্থনা করছি।
আসসালামুআলাইকুম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।