সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
আপনারা ডিজিটাল বাংলাদেশের কর্ণধার হলেও আদৌ এই লেখা আপনাদের চোখে পড়বে কিনা জানা নেই। এরপরও পাগলের অপলাপ হিসাবে লিখছি। সুদুর প্রবাসে এসে কোনদিনই দেশের লোকজন, পরিবার নিয়ে চিন্তামুক্ত থাকতে পারিনি। খবরের পাতাগুলি সব নেগেটিভ খবরে ভর্তি।
কারন আপনাদের রাজনৈতিক জাতাকলে আমরা আমজনতা আজ বন্দি। আপনাদের চেলাদের অস্ত্রের ঝনঝনানি, আর ত্রাসে অনেক এলাকায় মানুষ জিম্মি।
আপনারা দুজনই নারী, অথচ কি জানেন? আপনাদের সময়ে এত যে নারী নির্যাতন হচ্ছে, এর বিন্দুমাত্র সুরাহা নিয়ে আপনাদের মাথাব্যাথা নেই, শুধু আপনাদের চিন্তা একটাই ক্ষমতার মসনদ। আপনাদের জীবনে কি আর কোন লক্ষ্য নেই? আজীবনকি বেঁচে থাকবেন? আর এই আজীবনই কি ক্ষমতায় থাকবেন????? কেন সহমর্মিতা নেই কেন আপনাদের দু'জনের কাছে? একজনকে নিয়ম মাফিক পাঁচবছর ক্ষমতায় থাকতে দিন, ভুলগুলি শান্তিপূর্ণভাবে জনগনের কাছে প্রকাশ করুন। হরতাল ছিলো না, আবারও হরতাল আসতেছে, আপনারা কি হিসাবে করেন, বাংলাদেশে একদিন হরতাল হলে কত ক্ষত হয়>>??? আর সেই ক্ষতিতে কারা বেশি ক্ষতিগ্রস্থ হয়?? জানেন না, কারন আমজনতাকে নিয়ে আপনাদের ভাবার টাইম কই? আপনাদেরতো আর দিন এনে দিন খেতে হয়না।
একবার জনতার কাতারে আসুন, দেখুন তাদের জীবনের কষ্টগুলি, কতটা শ্রম ব্যয় করে শুধুমাত্র মৌলিক অধিকার পুরুণে কি অমানুষিক পরিশ্রম করছে।
আপনাদের কি হতে ইচ্ছা করে না নেলসন ম্যান্ডেলা, মাহথির মোহাম্মাদ কিম্বা প্বার্শবর্তী সোনিয়া গান্ধি হতে??? পজিটিভ ইমপ্রেশন গঠন করুন, জনতার আবেগ, অনুভূতিকে জয় করুন, তাহলে দেখবেন আপনারা আপনাদের কীর্তির মাধ্যমে অমর হয়ে আছেন, নাম বদলিয়ে বা ছবি টাঙ্গিয়ে অমর হওয়া যায় না, এটা সাময়িক। ভালো কিছু করে দৃষ্টান্ত স্থাপন করুন, তাহলে কেউ আপনাদেক মুছে ফেলতে পারবে না।
আপনারা কি জানেন? আপনারা কে ক্ষমতার এলেন আর বিরোধীদলে গেলেন, এটা অধিকাংশ মানুষের জীবনে কোন প্রভাব ফেলে না? কারন তাদের দিন এনে দিন খাওয়ার সমিকরন, আপনাদের ক্ষমতার পালাবদল হলেও এসব মানুষের কোন পরিবর্তন আসে না, এখনও ওদের নুন আনতে পানতা ফুরায়। হ্যাঁ পরিবর্তন শুধু তাদেরই আসে, যারা আপনাদেক চারপাশে বেষ্টন করে আছে।
তারাই আঙুর ফুলে কলাগাছ হয়, আর আমরা ম্যাঙ্গোপিপল আরো শুকিয়ে খড়কুটো হই।
এবার আমরা এই আমজনতাকে একটু শান্তিতে থাকতে দিন। আমরা আপনাদের কথার ফুলঝুড়ি, উন্নয়নের জোয়ার নিয়ে মিথ্যা আশ্বাস শুনতে শুনতে বধির হয়ে গেলাম। স্বাধীনতা পাবার সুদীর্ঘ সময় পার হলেও আমরা আপনাদের দু'জনের পারস্পারিক রেষারেষিতে বিপদগ্রস্থ। প্লিজ আপনারা থামুন।
যদি ক্ষমতার মসনদই আপনাদের অভিষ্ট লক্ষ্য হয়, তাহলে আপনারা দু'জন চুক্তি করে দেশের দু'অংশ করে ভাগাভাগিভাবে শাসন করুন। ধরুন পাঁচ বছর পরপর আপনাদের এই দুই অঞ্চল পরিবর্তিত হয়ে শাসিত হবে। তাহলে ক্ষমতার এই লিপ্সা দুরভিত হবে, আমরা জনগনও শান্তিতে জীবিকা নির্বাহ করতে পারব।
প্লিজ এবার ক্ষান্ত দিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।