Samsung কোম্পানির Galaxy সিরিজ সবার জানা। এই সিরিজ এন্ড্রয়েড চালিত স্মার্টফোন। তুলনামুলকভাবে কম দাম হওয়ায় অনেকেই এই সিরিজের সেট গুলর প্রতি আকর্ষিত হচ্চে। এই সিরিজের উল্লেখযোগ্য ফোন গুলো হলঃ
1. Samsung Galaxy Ace
2. Samsung Galaxy Y (Young)
3. Samsung Galaxy S
4. Samsung Galaxy S II
5. Samsung Galaxy S III
6. Samsung Galaxy Note
7. Galaxy Tab
ইত্যাদি ইত্যাদি.........
এন্ড্রয়েড, ইউজার দের জন্য ফুল এক্সপেরিয়েন্স দেয় না। ফুল এক্সপেরিয়েন্সের এন্ড্রয়েড সেটগুলো রুট করা লাগে।
রুট করলেই ফুল এক্সপেরিয়েন্স পাওয়া সম্ভব। এটা মুলত এন্ড্রয়েড এর দোষ না। দোষ হল কোম্পানির যারা এন্ড্রয়েড এর উপর ভিত্তি করে সেট বানায়। এক্ষেত্রে আরো এগিয়ে Samsung. এরা কোনমতেই সেট রুট করতে দেয় না। অনেক কায়দা - কৌশল করে সেট রুট করতে হয়।
আমার মোবাইল হলো Samsung Galaxy Ace GT-s5830L. সেট পাওয়ার পর থেকেই আমি ভাবছিলাম কিভাবে রুট করা যায়। আগেও ইউজ করতাম তবে সেটা ছিল HTC G1 (প্রথম এন্ড্রয়েড সেট !)। তো বিভিন্ন সাইট থেকে বিভিন্ন উপায় পাইলাম সেট রুট করার কিন্তু সেট রুট করতে পারি না। শেষমেশ গতকাল সেট TheMythAce এর কাস্টম রম দিয়ে রুট করলাম। ভাবলাম সেট অফিসিয়াল ICS এ আপডেট হয়েছে।
কিন্তু খটকা লাগল যে ICS এর ইন্টারফেস তো এত খারাপ না। তখন বুঝলাম ধরা খায়ছি। মেজাজ টা যা খারাপ হল। তো খুজতে খুজতে আজকে পেয়ে গেলাম অফিসিয়াল ICS update। যা আমি ব্লগের Samsung Galaxy Ace S5830 ইউজার দের সাথে শেয়ার করব।
(অন্য ইউজারদের যদি লাগে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব)
আমার আগের পোস্টটাতে নির্দেশনা দেয়া আছে (যে লিঙ্ক টা দেয়া আছে। অই আপডেট ইন্সটল কইরেন না। ধরা খাবেন। আমি যে ডাউনলোড লিঙ্ক দিব সেটাই ইন্সটল ও Cyanogen Mod 9 for ace ( যাদের Gio তারা Cyanogen Mod 9 for Gio ডাউনলোড করবেন {Cyanogen Mod 10 এখন Beta ভার্সন এ আছে তাই এটা ইন্সটল না করাই বেটার} )। এরপর Dialandroid সাইটে দেখানো মত (এজন্য Clockwork recovery mode ইন্সটল করা থাকতে হবে) তারপর সব ডাটা ওয়াইপ করে ইন্সটল করবেন নিচের .zip ফাইলটি।
ইন্সটল করতে সর্বোচ্চ ৫ মিনিট লাগবে। সেট বুট করতে লাগবে আরও পাচ মিনিট। তো আপনাকে ICS উপভোগ করতে লাগবে মাত্র ১০ মিনিট সময় (ডাউনলোড এর সময় বাদে)
ডাউনলোড লিঙ্কঃ Galaxy Ace এর জন্য Cyanogen Mod 9 for ace
সুবিধা সমূহঃ
১। বিল্ট-ইন বাংলা সাপোর্ট পাবেন।
২।
প্রসেসর আরো ফাস্ট হবে
৩। রুট সুবিধা পাবেন।
৪। সম্পূর্ণ নতুন নতুন ওয়ালপেপার ও লাইভ ওয়ালপেপার পাবেন। বিভিন্ন রিংটোন পাবেন।
বাকিগুলা কমু না ইউজ কইরা খুইজা বাইর করেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।