জরিপে জানা গেছে, ৫০ শতাংশেরও বেশি স্মার্টফোন এবং ট্যাবলেট ব্যবহারকারী কোনো ধরনের নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করে না। এরা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার উপরই নির্ভর করেন। মাত্র ৪০ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী এবং ৪২ শতাংশ ট্যাবলেট ব্যবহারকারী তাদের ডিভাইসে বিশেষ নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করেন, এমনটাই জানা গেছে জরিপের ফলাফলে।
ক্যাসপারস্কি ল্যাব জরিপের প্রতিবেদন প্রকাশের পর জানিয়েছে, সাইবার অপরাধীদের নতুন লক্ষ হচ্ছে, এ রকম অরক্ষিত অ্যান্ড্রয়েড ডিভাইস। কারণ এতে সহজেই ম্যালওয়্যার পাঠিয়ে দেওয়া যায়। এ ছাড়াও নানাভাবে স্মার্টফোন বা ট্যাবলেট থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।