আই হেট ছাগু কপি পেষ্ট করা পোষ্ট। মূল পোষ্ট পড়তে প্রথম আলো ঘুরে আসেন।
ফানি মনে হল তাই শেয়ার করলাম।
ধানখেতে পায়ে কামড় দেওয়া একটি গোখরা সাপকে কামড়ে মেরেছেন নেপালের একজন কৃষক। আলোচিত ওই কৃষকের নাম মোহাম্মদ সালমোদিন।
বিবিসির খবরে বলা হয়েছে, নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার দূরের একটি গ্রামে গত মঙ্গলবার সালমোদিনকে একটি সাপ দংশন করে। পরে সাপটিকে কামড়ান তিনি।
এ প্রসঙ্গে সালমোদিন বলেন, ‘আমি এক সাপুড়ের কাছ থেকে শুনেছি, সাপ তোমাকে কামড়ালে সাপের মৃত্যু পর্যন্ত এটিকে কামড়াও। তাহলে তোমার কিছুই হবে না। ’ তিনি আরও বলেন, ‘সাপ কেটেছে, এমনটি আঁচ করতে পেরে আমি বাড়িতে যাই।
বাড়ি থেকে টর্চলাইট নিয়ে ফিরে এসে দেখি সাপটি গোখরা। তারপর মরার আগ পর্যন্ত এটিকে কামড়াতে থাকি। ’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাপ কামড়ানোর পর যথারীতি কর্মস্থলে যান সালমোদিন। তবে পরিবারের চাপে শেষ পর্যন্ত হাসপাতালে গেলেও সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন তিনি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।