আমাদের কথা খুঁজে নিন

   

উল্টা পুরাণ

শিশুতোষ যে কোন রচনা।  

শূণ্যে উঠাই দুই পা মোরা মাথা লূটাই ধুলায়, নদীর জলে উনুন ধরাই কাপড় কাচি চুলায়। লাইট দিয়ে বাতাস করি ফ্যানের আলোয় দেখি, ছবি পড়ি বসে বসে লেখাগুলো আঁকি। প্রতিমাসে ইঞ্চি খানেক হাইট মোদের কমে, দিনের বেলা ঘুমিয়ে থাকি রাত্রে আসর জমে। ক্যাপগুলো ঝুলাই পায়ে মাথায় পড়ি জুতা, কুমড়ো দিয়ে সেলাই করি রান্না করি সুতা। লিপস্টিক লাগাই ঠোটে, নদীর জলে রিকসা চালাই ডাঙায় চড়ি বোটে। ইসকুলেতে খেলা করি খেলার মাঠে পড়ি, রাতে ঘুমাই সুট পরে বালিশ পরে ঘুরি। আপন মতে মনের মত জীবন মোরা গড়ি, নিয়ম নীতির বাঁধন মোরা থোড়াই কেয়ার করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।