আমি কিছু কিছু কাজে
ইচ্ছে করে মাঝে মাঝে
পাগলামী করি;
কারো কারো চুল টানি
অযথাই কানাকানি
কারো হাত ধরি।
আমায় নিয়ে তাইতো অনেকের ভয়
আতঙ্কিত সবাই আতঙ্ক পাড়াময়।
কখনো কখনো কারো খড়ের গাদায়
আগুন জ্বালিয়ে দিয়ে উষ্ণতা কে খুঁজি
নিঃশব্দেই কড়া নাড়ি বন্ধ দরজায়
অন্দর মহলে ঢুকে পড়ি সোজাসুজি।
আমার আছে বাজে স্বভাব
বউ সিটকায় নাক
মেয়েটা তাকায় ড্যাব ড্যাব
না না! বাবা দুরে থাক।
মাঝে মাঝে উদম দেহেই শুয়ে থাকি
ঘুমের ভেতরে উচ্চস্বরে নাক ডাকি।
প্রায় জানালায় দাড়িয়ে প্রসাব করি
খকখক থুথু ফেলি মেঝেতে-দেয়ালে
পাড়াময় ঘুরে মাঝ রাতে গান ধরি
তুমুল ঝগড়া শুনি কুকুরে- শেয়ালে।
আমার আছে কিছু উল্টা পাল্টা স্বভাব
সে আমি মানিক জোড় দু’পাগলে ভাব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।