আমাদের কথা খুঁজে নিন

   

উল্টা-পাল্টা

১। মিথ্যা আমার ভীষণ প্রিয়, যেমন প্রিয় কান্না তোমার মিথ্যা সাজায় তোমায় কাঁদায়,এটুকুই তো তোমায় দেবার। রক্ত-রাঙ্গা গোলাপ এনে যেইনা দিলে আমার হাতে ফিরিয়ে দিলাম তোমায় আমি গোলাপ কাঁটার নীল আঘাতে। গোলাপ আমার ভীষণ প্রিয়, যেমন প্রিয় কষ্ট তোমার কাঁটা জমায় তোমায় কাঁদায়, এটুকুই তো তোমায় দেবার। শুভ্র-সাদা ঝিনুক মাঝে, মুক্তো ছিল ঘুমের ঘোরে কুড়িয়ে এনে রাখলে তুমি, আমার এই ছোট্ট ঘরে ছোট্ট ঘরে মুক্তো তোমার, পেলোনা ঠাঁই একটু করে শুভ্র মনের খোলক মাঝে নীল মুক্তো দিলাম ভরে।

মুক্তো আমার ভীষণ প্রিয়, যেমন প্রিয় বেদন তোমার নীলচে রং এ মুক্তো আকি, এটুকুইতো তোমায় দেবার। সাগর মাঝের পচা শামুক, অসাবধানে ফেললে পা ভুলের মাসুল দিতে গিয়ে পাচ্ছো ভীষণ যন্ত্রণা। ফেরায় তোমায় তাই বারে বার, মিথ্যা সাজায় তোমায় কাঁদায় কান্নার সাগর হলেই তো যে, পারবে দিতে আমায় বিদায়। সাগর আমার ভীষণ প্রিয়, যেমন প্রিয় কান্না তোমার সাগর মাঝে পচা শামুক হারাচ্ছে যে কত-শতবার। ২।

কে তুমি? তুমি কে? এভাবে দেখছো যে? হাসছো কেন? ব্যাপার কি? মগের মুল্লুক পেয়েছ কি? ওকি? কেন করে চুপ? বৃষ্টি পড়ছে ঝুপঝুপ। আমার নাম মেঘমালা এবার কিন্তু তোমার পালা। বল দেখি নাম কি তোমার? শোনাও দেখি, যা যা শোনার। হাসি কেন গেলো উবে? ভয় পেলে কি চলবে? বন্ধু তোমায় হতেই হবে হাত বাড়িয়ে দিতেই হবে। যাচ্ছো যে ফিরে? একা একা? হবে কিন্তু আবার দেখা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.