আমাদের কথা খুঁজে নিন

   

"গালিবের গজল থেকে" -শেষ পর্ব

shamseerbd@yahoo.com '' চাঁদের কলঙ্ক থাকা সত্ত্বেও যখন সে অপার্থিব জ্যোতস্না ছড়ায় তা দেখে মানুষ ভুলে যায় সে ত্রুটি বিচ্যুতি ''- এই শের এর মাধ্যমে গালিব যেন তার নিজেকেই প্রবোধ দিচ্ছেন। মদ্যপ, ঋনগ্রস্ততা সহ তার নানাবিধ কার্যকলাপের জন্য লোকমনে তাকে নিয়ে নেতিবাচক যে ধারনা ছিল তা তারা ভুলে যাবে গালিবের কবিতার গুনে। কোন কোন শের এ গালিব তাই লিখে গেছেন- বহু কাল পরে লোকে মনে করবে গালিব নামে কেউ একজন ছিল, নিজের সৃষ্টির উপর এমনই ছিল তার বিশ্বাস। ২৭শে ডিসেম্বর ১৭৯৭ সালে জন্ম গ্রহন করেন এবং মারা যান ১৫ই ফেব্রুয়ারী, ১৮৬৯ ইংরেজী। অনুপম সৃষ্টি দিয়েই গালিব আজ স্বীকৃত উর্দু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে, কালোত্তীর্ন কবি হিসেবে।

গালিব পাঠকের মনে বেঁচে থাকবেন যুগ যুগ ধরে....... ৬২ কিছুমাত্র যোগাযোগ থাকলে নিজেকে বোঝাতাম হৃদয়ের যোগ আছে তলায়, যেখানে কিছুই নেই, প্রতারনাও অসম্ভব সেখানে । । ৬৩ ভালোবাসা চায় ধৈর্য , বাসনা অধীর । আঘাতে আঘাতে হৃদয় আরও কঠিন হবে; ততোদিনে কি দিয়ে ভোলাবো তাকে ? ৬৪ হে অপরিনামদর্শী হৃদয় আমার, অভিলাষ সম্বৃত করো; বন্ধুর রুপের ঔজ্জ্বল্য সহ্য করবার শক্তি তুমি পাবে কোথায় । ।

৬৫ অর্থ বুঝবার যোগ্যতা যদি না ও হয় কোন দিন, তবু রুপের বর্ণবৈচিত্র দেখার শক্তিটুকু বেঁচে থাক । । ৬৬ প্রেমের কৃচ্ছসাধকদের খবর আর কী শুনবে, তারা ক্রমশ আপাদমস্তক দুঃখের মূর্তি হয়ে গেলো । । ৬৭ ঘরে ছিলো কী যা তোমার দেওয়া দুখহ ধ্বংশ করতো ? ছিল কিছু গড়ে তুলবার বিষন্ন বাসনা, এখনো আছে তা ।

। ৬৮ মন্দির নয়, কাবা নয়, কারো দরজা নয়, আস্তানা নয়; বসে আছি পথের ধারে, সেখান থেকেও আমায় উঠিয়ে দেয় কেন ? ৬৯ ঈর্ষা বলে, অন্যের সঙ্গে তার হৃদ্যতা হায়; বুদ্ধী বলে, সে নির্দয়- কারো সুহৃদ হতে পারেনা । । ৭০ খেলা ভেবেছে, কোনদিন খেলা ভেঙে দেবে, ভুলে যাবে; হে ঈশ্বর, এমনই যেন হয় যে আমাকে না জ্বালিয়ে সে থাকতে না পারে । ।

৭১ আসবে বলে কথা দিয়েছো, কথা রাখো, এ কেমন রীতি তোমার; আমাকে আমারই দরজায় দারোয়ানির কাজ দিয়েছো কেন ? ৭২ প্রেম ছাড়া জীবন কাটেনা, অথচ প্রেমের যন্ত্রনায় যে স্বাদ আছে, তা গ্রহন করার শক্তিও আমার নেই । । ৭৩ এখানে যাবজ্জীবন বন্দী হয়ে আছে লক্ষ কামনা-বাসনা আমার রক্তাক্ত বক্ষকে কারাগার বলেই জানি । । ৭৪ আমার অফুরন্ত হৃদয় সাধ অনুযোগ করছে- হৃদয়ে বড়ো স্হানভাব; সমুদ্রের উত্তালতা যেন মোতির মধ্য আবদ্ধ ।

। ৭৫ বাসনার নিত্য নব রঙের দর্শক আমি; আমার বাসনা কোনদিন পূর্ণ হবে কিনা , অবান্তর সে কথা । । ৭৬ সব সম্পর্ক ছিন্ন করোনা , বন্ধু আর যদি কিচ্ছু না থাকে তো শত্রুতাই থাক । ।

৭৭ কেমন করে তোমাকে বলি তুমিই করেছো সর্বনাশ, এতে ভাগ্যের দক্ষ হাতের খেলাও ছিলো কিছু । । ৭৮ হৃদয় যন্ত্রনার পাঠশালায় শিক্ষানবীসী করছি এখনো, দুটি মাত্র পাঠ রপ্ত হয়েছে- ছিলো আর গেলো । । ৭৯ আমি ব্যাকুল আর তিনি বিরক্ত হায় ঈশ্বর, এ কী ব্যাপার।

৮০ মন তার পেয়েই যেতে আরো কিছুদিন বেঁচে থাকলে পারতে । । ৮১ বন্ধুর সাথে মিলন ভাগ্যে ছিলনা; যদি আরও বাঁচতাম, এই প্রতীক্ষাই চলতো । । ৮২ হে ঈশ্বর , কাল আমাকে মুছে ফেলছে কেন ? পৃথিবীর পৃষ্ঠার উপর আমি বাড়তি হরফ তো নই ।

। ৮৩ চলে যাচ্ছি জীবনের অপূর্ণ বাসনার ক্ষতচিহ্ন বুকে নিয়ে, আমি এক নির্বাপিত প্রদীপ, মাহফিলে রাখার যোগ্য নই আর । । ৮৪ কতোকাল হলো গালিব মারা গেছে, তবু মনে পড়ে কথায় কথায় তার বলা- "এমন যদি হত তাহলে কী হতো" । ।

তৃতীয় পর্ব দ্বিতীয় পর্ব প্রথম পর্ব  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.