পুছতেহে ও কি 'গালিব' কৌন হ্যায়, কোই বাৎলাও কি হাম বাৎলায়ে কেয়া।
বিঃদ্রঃ এটাই আমার প্রথম পোষ্ট। এখানে শুধু শের শায়েরীর বাংলা অর্থ দেয়া হবে। পিছনের মানুষটির বক্তব্য অতি গৌন। এটাকে ঠিক অনুবাদ বলা যাবে না। শুধু মাত্র ভালো লাগা শের গুলোর বাংলা অর্থ বলার এক ক্ষুদ্র চেষ্টা মাত্র।
শের :
বজিচা-এ-আৎফাল হে দুনিয়া মেরে আগে
হোতা হে সবো-রোজ তামাসা মেরে আগে।
বাংলা অর্থঃ
পৃথিবীটা আমার সামনে শিশুর খেলাঘর মাত্র
আমার দৃষ্টিতে প্রতিদিন শুধুই তামাসা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।