বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
গত বছর খুব কাছের একজন মানুষ উপহার দিলেন "গালিবের গজল থেকে"। অবসরে চোখ বুলাই। পংক্তিগুলো খুব ভাবনা জাগানিয়া। আবু সয়ীদ আইয়ুবের অনুবাদ। ভাষা বেশ প্রাঞ্জল।
শের শুনা আর শুনে উপলদ্ধি করা দু'য়ের মধ্যে ফারাকটা অনেক। তারপরও কবিতার লাইনগুলো পড়লাম। কোন অভাগার সাথে যদি মিলে যায় তাহলে তার সব দায় নিতে হবে গালিবকে।
আজকের পছন্দের ক'টি লাইন:
"ফাঁদ পাতা ছিলো বাসার খুব কাছে,
উড়তে-না-উড়তেই ধরা প'ড়ে গেলাম আমি"।
"সব সম্পর্ক ছিন্ন কোরো না, বন্ধু;
আর যদি কিচ্ছু না-থাকে তো শত্রুতাই থাক"।
"কেমন ক'রে তোমাকে বলি তুমিই করেছো আমার সর্বনাশ,
এতে ভাগ্যের দক্ষ হাতের খেলাও ছিলো কিছু"।
"চ'লে যাচ্ছি জীবনের অপূর্ণ বাসনার ক্ষতচিহ্ন বুকে নিয়ে;
আমি এক নির্বাপিত প্রদীপ, মহফিলে রাখার যোগ্য নই আর"।
বারবার লাইনগুলো পড়ি আর অর্থ উদ্ধারের চেস্টা করি। কি চমতকার দেখা যায়। হাতে মোবাইলটা নিয়ে নাড়ি।
ভাবছি জিগ্যেস করবো, এই বই কেন উপহার দিলে, সত্যি সত্যি আমি কি কোথাও অন্তরীণ হয়ে আছি!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।