আমাদের কথা খুঁজে নিন

   

"গালিবের গজল থেকে" -৩

shamseerbd@yahoo.com সমাজমুখী কবি ছিলেননা গালিব, কাব্যের উপজীব্য তার নিজের সুখ দুঃখ, ভাগ্যের উত্থান-পতন। প্রেমের কবি- দ্রোহের কবি, সর্বোপরি রাজ কবি, তাকে ভারতের শেষ মোঘল সম্রাট বাহাদুর শাহ জাফর প্রদান করেছিলেন ‘দাবির-উল-মূলক’ ও ‘নজম-উদ-দৌলা’ খেতাব,নিজাম জঙ্গ— 'সাম্রাজ্যের তারকা, দেশের শ্রেষ্ঠ কবি, যুদ্ধের গরবী নায়ক'। ততকালীন কবিদের মাঝে নারী শিক্ষা বা নারীর অগ্রগতি নিয়ে কেমন ভাবনা ছিল তা জানা না গেলেও গালিব এই অগ্রগামীতার প্রশংসা করতে দ্বিধা করেননি । গুজরাটের নাবাবের জামাতা মেয়েদের স্কুল শিক্ষার ব্যবস্হা করলে বন্ধুবরের উদ্দেশ্যে গালিব লিখেন- এই-যে নবাব বাহাদুরের হিম্মতে-তক্দিরে ইস্কুলে আজ যাচ্ছে মেয়ে, এ এক আশীর্বাদ কেননা সে-ই বাড়িয়ে দেবে জ্ঞানগরিমার হাত সবার জন্য আনুক এমন খুশির রাজ্যপাট। ৪১ বাঁচা মরার ভেদ থাকেনা প্রেমে, তাকে দেখেই বেঁচে আছি, যে সর্বনাশার জন্য প্রান যায় ।

। ৪২ একটু কেঁদে নিতে দাও, ভতসনা কোরোনা বন্ধু; কোন এক সময়ে তো হৃদয়ের ভার হালকা করবে মানুষ । । ৪৩ হায়, কেন কাঁদতে গেলাম তার কাছে ! আমি কি জানতাম, বন্ধু, এতে বুকের জ্বালা আরো বেড়ে যাবে । ।

৪৪ কটু বাক্যে কাজ হাসিল করতে চাও, গালিব ? নির্দয় বললে সে তোমার উপর সদয় হবে কেন ? ৪৫ না চাইতেই যদি দেন তিনি তো তার স্বাদই আলাদা; সেই ভিখারী শ্রেষ্ঠ, হাত পাতার অভ্যেস হয়নি যার । । ৪৬ আসাদ, পাইনি বলে অনুযোগ অধর্ম, আরও চাই বলে হাত পাতা অকৃতজ্ঞতা, কিন্তু কি করি, বাসনার ঘন অন্যে আমি দিশাহারা । । ৪৭ মঞ্জুর হবে যদি নিশ্চিত জানো তবে প্রার্থনা কোরো না, অর্থাত এক প্রার্থনাহীন হৃদয় ছাড়া আর কিছু চেয়ো না ।

। ৪৮ সব মেনে নিতে শিখবো আমিও, উদাসীনতাই যদি তোমার অভ্যেস হয় তো হোক । । ৪৯ ধর্মবিশ্বাস আমাকে ধরে রাখে, অবিশ্বাস আমাকে টানে, আমার পিছনে রয়েছে কাবা, সমানে প্রতিমার বেদী । ।

৫০ এমন ভাবে, গালিব, জীবন কেটেছে, আমিই কি আর মনে রাখতে পারি যে আমার মনেও ঈশ্বরের স্হান ছলো । । ৫১ সব আছে, না কিছুই নেই, গালিব ? শেষ পর্যন্ত ব্যাপারটা কি ? নাকি কোন ব্যাপারই নেই ? ৫২ পরম প্রিয়ের শোভা ব্যতীত আর কিছু নয় এ মহাবিশ্ব আমি হতামই না যদি সুন্দর নিজের রুপ দেখতে না চাইতো । । ৫৩ না, সব নয়, অতি অল্পই রুপ নিয়েছে লালহ্ ও গোলাপের রুপে কী রুপসীই ছিলেন যাঁরা এই মাটির তলায় চাপা পড়ে আছেন ।

। ৫৪ গোলাপের কলিগুলি পাপড়ি মেলেছে বিদায় জানাবার জন্য হে বুলবুল, চলো এবার, চলে যাচ্ছে বসন্তের দিন । । ৫৫ ফাঁদ পাতা ছিল বাসার খুব কাছে, উড়তে নাউড়তেই ধরা পড়ে গেলাম আমি । ।

৫৬ খাঁচার মধ্যে বন্দী আমাকে বাগানের সব খবর শোনাতে দ্বিধা করোনা সখা; কাল যার উপর বাজ পড়লো তা আমারই বাসা হতে যাবে কেন ? ৫৭ হেমন্ত কী, বসন্তই বা কাকে বলবো-যে ঋতুই আসুক, সেই আমি, সেই খাঁচা আর সেই কেটে ফেলা পালকের জন্য বিলাপ । । ৫৮ শতবার প্রেমের বন্ধন থেকে আমি মুক্ত হলাম, কিন্তু কী করি, হৃদয়ই মুক্তির পরিপন্হী । । ৫৯ আবার হৃদয় আমার অস্হির হয়ে উঠেছে, খুজতে বেরিয়েছি তাকে যার আঘাতে সে আবারও বিধ্বস্ত হবে ।

। ৬০ রাগিনীর আলাপ নই, সেতারের তার নই, আমি কেবল একটি আওয়াজ, পরাজয়ে ভেঙে পড়ার আওয়াজ । । ৬১ এদিকে আমি-শত সহস্র আর্তনাদ; ওদিকে তুমি-এক পরমাশ্চর্য না শোনা । ।

দ্বিতীয় পর্ব  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.