পুছতেহে ও কি 'গালিব' কৌন হ্যায়, কোই বাৎলাও কি হাম বাৎলায়ে কেয়া।
শেরঃ
হামকো উনসে বাফা কি হ্যায় উম্মীদ
যো নেহি জানতে বাফা ক্যায়া হ্যায়।
বাংলা অর্থঃ
তার বিশ্বস্ততায় আমি আশাবাদী
যে জানে না বিশ্বস্ততা কাকে বলে।
বিঃদ্রঃ বে(ও)বাফা শব্দটিকে বাংলায় যেমন নির্দিষ্ট ভাবে বেঈমান বলা যায়, কিন্তু বাফা শব্দটি উর্দ্দু ভাষায় ব্যাপক অর্থে ব্যবহার হয়, একে নির্দিষ্ট একটি বাংলা অর্থে সিমাবদ্ধ করা যায় না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।