গ্রামীন ফোন প্রিয়জনের সাথে ঈদ করতে দেয়ার জন্য, স্বামী বা সন্তান কে না জানিয়ে তার পরিবারকে নিয়ে আসছে তার কাছে! কি আনন্দ! কিন্তু বাংলাদেশের মানুষ প্রতারণার ফাঁদ তৈরিতে সিদ্ধহস্ত! গ্রামীন ফোন কি গ্যারান্টি দিতে পারবে এটা এখন মানুষকে অপহরণের সবচেয়ে সহজ পদ্ধতি হবে না, গ্রামীন ফোনের নামে হাজারটা মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হবে না? গ্রামীন ফোন যদি গ্যারান্টি দিতে না পারে, তাহলে আজ ই, এক্ষুনি বন্ধ হোক এই বিজ্ঞাপন এবং টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমেই দেশবাসীকে জানাতে হবে গ্রামীন ফোন এটা বন্ধ করেছে সবাইকে প্রবলেম টা বুঝানোর জন্য Facebook থেকে একটা কমেন্টস : Momtazul Arefin: এই আলোচনায় আমার অংশগ্রহণ করার একেবারেই উৎসাহ ছিল না, কিন্তু একটা উদাহরণ না দিয়ে পারলাম না। একবার বাংলাদেশ টেলিভিশন যাদের টিভির লাইসেন্স নাই তাদের বিরুদ্ধে ফাইন করা শুরু করলো। বাসায় বাসায় অভিযান চালিয়ে ফাইন আদায় করা শুরু হলো যাতে সবাই টিভির লাইসেন্স নবায়ন করে। এই সুযোগে কিছু প্রতারক অনেকের বাসায় ভুয়া অভিযান শুরু করলো আর লাইসেন্স না পেলে সরকারের নামে টিভি তুলে নিয়ে যেতে লাগলো। এভাবে অসংখ্য অভিযোগ আসা শুরু করলে বিটিভি বাধ্য হলো অভিযান বন্ধ করে দিতে। আর শেষ পর্যন্ত বিটিভি টিভিতে বিজ্ঞাপন দেওয়া শুরু করলো যে তারা কোন টিভি তুলে নিয়ে আসে না, শুধু ফাইন করে। কোন একটা ঘটনার/বিজ্ঞাপনের প্রেক্ষিতে প্রতারণা আমাদের দেশে খুবই সাধারণ ব্যাপার। আর এ নিয়ে গণসচেতনতা বৃদ্ধিতে আলোচনা করা, বা বিজ্ঞাপনের প্রতিবাদ করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।