ব্লগিং হোক আগামীর... (মাইক্রো ব্লগ) ঈদের পরে প্রথম আফিস...জানতাম রাস্তা খালিই থাকবে! কিন্তু এত্তো খালি! ডেইলি যেখানে ১ ঘন্টা মিনিমাম লাগে, আজকে লাগছে ১০ মিনিট! গত ঈদের সময়েও একই অবস্থা ছিলো। আর থাকে হরতালের সময়। আফিসে আইসা দেখি আমি ফাস্র্ট! আইজকাও পত্রিকা দেয় নাই। ঈদের পরে প্রথম দিন, সবাই আসলে কোলাকুলি শুরু করবো। এখন আমি আর এক আপা আছেন অফিসে। দু:খের বিষয় আল্লাহ নারীদের সাথে কোলাকুলি করার কোনো সিস্টেম রাখেন নাই! একটা ট্রাই নিয়া দেখুম নাকি?!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।