একশ দিনের কর্মসূচির অংশ হিসেবে আগামী বর্ষার আগে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত করে ব্যবহার উপযোগী করা হবে। এছাড়াও সড়ক বিভাগে মান্ধাতা আমলের যেসব যন্ত্রপাতি, গাড়ি, বেলি ব্রিজ, ফেরি রয়েছে সেগুলোর পরিবর্তে নতুন করে যন্ত্রপাতি ক্রয় করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রবিবার সকালে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তৃতীয় শীতলক্ষ্মা সেতুর পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ চুক্তি শেষে তিনি এ কথা জানান।
যোগাযো মন্ত্রী বলেন, বাংলাদেশে সেতু নির্মাণে এবারেই প্রথম সৌদি সরকার আর্থিক সহায়তা দিচ্ছে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩৭৭ কোটি ৬৩ লাখ টাকা। সৌদি সরকার সহায়তা করছে ৩১১ কোটি ৬৫ লাখ টাকা। সরকার খরচ করবে ৬৫ কোটি ৯৮ লাখ টাকা।
সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর এবং পরামর্শক প্রতিষ্ঠান এসএআরএম অ্যাসোসিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম আব্দুল মতিন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে তৃতীয় শীতলক্ষ্মা সেতু নির্মাণ প্রকল্পের চুক্তি পত্রে স্বাক্ষর করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।