আমাদের কথা খুঁজে নিন

   

পুঁজিবাজারে সুষ্ঠু নির্বাচনের প্রভাব

চার সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় এবং নির্বাচন ঘিরে সহিংসতার ঘটনা না ঘটায় দেশের রাজনৈতিক পরিবেশে কিছুটা স্থিতিশীলতা লক্ষ করা গেছে। এরই ইতিবাচক প্রভাব পুঁজিবাজারে দেখা যাচ্ছে। গতকালের নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়া এবং আজকের বাজার-পরিস্থিতি পর্যালোচনা করে এমনটি মনে করছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তি ও বিনিয়োগকারীরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে কথা হয় আলমগীর হোসেন নামের এক বিনিয়োকারীর সঙ্গে। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, এটা আওয়ামী লীগের প্রাপ্য ছিল।

এই সরকারের সময়ে শেয়ারবাজারধসের কারণে অনেক বিনিয়োগকারী পথে বসেছেন। গতকালের নির্বাচনে তার প্রভাব দেখা গেছে। আর এই নির্বাচনের প্রভাব অবশ্যই বাজারে পড়বে। এখান থেকে সরকারের শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, গতকাল ডিএসইর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।

একই সঙ্গে দেশের অন্যতম চারটি সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই দুই নির্বাচনেই একটি পরিবর্তন লক্ষ করা গেছে। তিনি বলেন, চার সিটির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া এবং এটা নিয়ে রাজনৈতিক সহিংসতা না হওয়ায় বাজারে ইতিবাচক ফল দেখা যাচ্ছে।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্যের সাধারণ সম্পাদক আতাউল্লাহ নাইম প্রথম আলো ডটকমকে বলেন, সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কোনো ধরনের সহিংসতার ঘটনা না ঘটায় সাধারণ মানুষের মনে স্বস্তি এসেছে। এর প্রভাব বিনিয়োগকারীদের ওপরও পড়ছে।

কেননা রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে পুঁজিবাজার ভালো থাকে। বাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়ে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) এক পরিচালক প্রথম আলো ডটকমকে বলেন, ‘লেনদেনের সার্বিক অবস্থা দেখে বোঝা যাবে কারণ কী। লেনদেনের ক্ষেত্রে হাওলা বাড়লে বোঝা যাবে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। এটা বাড়লে বোঝা যাবে গতকালের নির্বাচন জনগণের মধ্যে প্রভাব ফেলছে।


ডিএসইর নবনির্বাচিত সভাপতি আহসানুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। গতকালের নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী বড় ধরনের সহিংসতা না হওয়া রাজনীতিতে ইতিবাচক মোড় নেওয়ার বিষয়টি প্রমাণ করে। এরই প্রভাব বাজারে দেখা যাচ্ছে। ’
এ বিষয়ে জানতে চাইলে বাজারবিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিক্ষক মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘গতকালের সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এটাকে রাজনৈতিক অগ্রগতি বলা যায়।

বিষয়টি দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে অর্থনীতিতেও প্রভাব ফেলবে, যার ইতিবাচক প্রভাব পড়বে শেয়ারবাজারে। এ ছাড়া ডিএসইর গতকালের নির্বাচনও বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। এ বিষয়টিরও ইতিবাচক প্রভাব বাজারে পড়বে। ’
এদিকে সকাল থেকে ডিএসইতে চাঙা ভাব লক্ষ করা যাচ্ছে।

বেলা একটা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক গতকালের চেয়ে ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪১৫১ পয়েন্টে। একই সঙ্গে সাধারণ মূল্যসূচকও বেড়েছে ৬২ পয়েন্ট। এই সময়ে ডিএসইতে ৫২৭ কোটি টাকার লেনদেন হয়েছে। আর লেনদেন হওয়া ২৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২২৭টির দাম বেড়েছে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.