-- সোমবার সকালে লেনদেনের শুরুতে উধ্বর্মুখী হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিচের দিকে নামছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সূচক। সোমবার ৫হাজার ৬৮৬ দশমিক ৭২ পয়েন্ট থেকে লেনদেন শুরু হয়। বেলা ১২টা ১৫ মিনিট পর্যন্ত সোয়া এক ঘন্টায় সুচক ১৯ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬৭ দশমিক ০৯ পয়েন্টে। এসময়ের মধ্যে লেনদেন হয়েছে ১০৩ কোটি ৩০ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ২৩৩ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৭৮ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম, কমেছে ১৩৬ টির আর অপরিবর্তিত রয়েছে আরো ১৯ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।