সপ্তাহের শুরুর দিনের প্রথম ভাগেই ব্যাপক দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। কমেছে প্রায় সব শেয়ারের দাম।
রোববার লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক পড়তে থাকে। প্রথম ঘণ্টায় সে ধারা অব্যাহত ছিলো।
দুপুর ১২টা ২ মিনিটে সাধারণ সূচক ২৮৩ পয়েন্ট কমে ৬২৪৪ দশমিক ১২ এ অবস্থান করছিলো।
ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া ২২৯টি শেয়ারের দামই কমেছে, বেড়েছে ৫টির। ৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।
তখন পর্যন্ত ২১৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
ঢাকার পুঁজিবাজারে প্রথম ঘণ্টায় এ ব্যাপক দরপতনেও বিক্ষোভ শুরু হতে দেখা যায়নি। মতিঝিলে ডিএসই ভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
সুত্র: বিডিনিউজ২৪
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।