কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ মেয়েটির বয়স মাত্র ১৪। এরই মাঝে রেকর্ড!! ৫২ কিলোমিটার পথ,২৭ ঘন্টা সাঁতার কেটে নায়াগ্রা থেকে টরন্টো পৌঁছলো সে। তাও আবার নিজের জন্য নয় চ্যারিটির জন্য! গতবছর যখন তার বয়স ১৩ সে তখন একটি চ্যারিটিতে গিয়েছিলো ভলান্টিয়ার (বিনে পয়সায়) হিসেবে কাজ করার জন্য কিন্তু তার বয়েস কম বলে তাকে নেয়া হয়নি। এর পরে নতুন চিন্তা, দীর্ঘ এক বছর অনুশীলন এবং তার ফল আজকের এই রেকর্ড। মেয়েটি এ পর্যন্ত ১ লাখ ডলার চাঁদা সংগ্রহ করেছে! বিশ্বের সেরা দুটি স্থান নায়াগ্রা ফলস এবং সি এন টা্ওয়ার এর মাঝে সাঁতার কেঁটে সেও সেরা হয়ে গেলো।
তীরে উঠার পর একজন টিভি সাংবাদিকের প্রশ্ন মেয়েটি বুঝতে পারছিলো না, ঠান্ডা ও ক্লান্তির কারনে। ওর চেহারা দেখে আমার মায়া ও কান্নায় চোখ ভিজে গিয়েছিলো। বারবার মনে পরছিলো আমার মেয়েটিকে যে দেশে আছে। এর আগে দশ বছরের একটি মেয়ে সুপার নোভা আবিস্কার করেছিলো! আর পা হারা টেরী ফক্সের খবর তো সবাই জানে। কানাডা সম্পদের দেশ।
শুধু প্রাকৃতিক সম্পদের দেশ নয় মানব সম্পদের দেশও। সাড়ে তিন কোটি মানুষের দেশে ১৮টি অলিম্পিক পদক আসে। বর্তমান বিশ্বে কানাডার অনেক অবদান আছে। আর বাংলাদেশের!? Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।