আমাদের কথা খুঁজে নিন

   

ভুলের সঙ্গে চৌদ্দ বছর-১৪



বাংলা একাডেমীর ইংলিশ-বেঙ্গলি অভিধানটির উচ্চারণ সম্পর্কিত সমস্যা, উচ্চারণ নির্দেশনায় পদ্ধতিগত সমস্যা, অপর্যাপ্ত ইলাস্ট্রেশন, বেশি প্রয়োজনীয় শব্দ বাদ দিয়ে কম প্রয়োজনীয় শব্দের অন্তর্ভুক্তিসহ নানা সমস্যা নিয়ে দেশের খ্যাতিমান ভাষাবিজ্ঞানীদের আপত্তি আছে। কিন্তু এসব আপত্তি তলিয়ে দেখার অবসর একাডেমী কর্তৃপক্ষের গত ১৪ বছরেও পাননি। অভিযোগ রয়েছে, এসব আপত্তির নিষ্পত্তি হয়ে গেলে রিপ্রিন্টের বাড়তি ফায়দা থেকে একাডেমীর অনেক মেজো কর্তা থেকে শুরু করে নিম্নপদস্থ কর্মচারী পর্যন্ত বঞ্চিত হবেন। অভিযোগটি সত্য-মিথ্যে যাই হোক না কেন, অভিধানটি যে দীর্ঘদিন সংস্করণহীন রয়ে গেছে, তা সবাই চোখে দেখছেন। ভুল বানান ও অস্বিত্বহীন রেফারেন্সের উপস্থিতির পাশাপাশি অভিধানটিতে অনেক জায়গায় বাংলা ও ইংরেজি শব্দের ফন্ট পাল্টে গেছে। এতে বাংলা যুক্তবর্ণ ঙ্গ এর ফন্ট পাল্টে ঙ্ক হয়ে আছে। অভিধানটির ৩৬৮, ৩৬৯, ৩৭০, ৩৭১ ও ৩৭২ পৃষ্ঠায় এ জাতীয় মোট ২৯টি শব্দের সন্ধান পাওয়া গেছে। দেখুন অভিধানটিতে রঙ্গালয় হয়ে গেছে রঙ্কালয়, সঙ্গীত হয়ে গেছে সঙ্কীত। এ জাতীয় পরিবর্তন সান্ত্বনার(inconsolable) ক্ষেত্রেও ঘটেছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।