অভিধানটিতে বাক্যনবাব, বাকদরিদ্র, জলকপাট আর পানি-পলোর মতো যেমন চমৎকার শব্দের সমাবেশ ঘটেছে, তেমনি দুর্বল বাক্যও ঢুকে গেছে। যেমন : 'শহরের যে এলাকায় সাধারণভাবে বা সম্প্রদায়গতভাবে বঞ্চিত শ্রেণীর মানুষেরা বাস করে' (ghetto), 'টোপ হিসাবে ব্যবহƒত ছোট মিঠাপানির মাছ' (gudgeon), 'খুব ছোট সুরাপানের পাত্র বিশেষ' (liqueur glass), 'বাইরের দৃশ্য দেখার জন্য রেলগাড়ির প্রশস্ত জানালা সম্বলিত কামরা' (observation car), 'ফিলিপাইন ও অনেক লাতিন আমেরিকান দেশের মুদ্রার একক' (peso) । অথচ এসব বাক্য অনায়াসে লিখা যেতো : 'শহরের যে এলাকায় বঞ্চিত শ্রেণীর মানুষ সাধারণ বা সম্প্রদায়গতভাবে বাস করে', 'টোপ হিসাবে ব্যবহৃত মিঠা পানির ছোট মাছ', 'সুরাপানের খুব ছোট পাত্র বিশেষ', 'বাইরের দৃশ্য দেখতে প্রশস্ত জানালাযুক্ত রেলগাড়ির কামরা' এবং 'ফিলিপাইন ও লাতিন আমেরিকার অনেক দেশের মুদ্রার একক'। (চলবে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।