আমাদের কথা খুঁজে নিন

   

চৌদ্দ বছর পর

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। চৌদ্দটি বছর পর যখন তোমাকে দেখলাম ; মনে হলো, কে যেন তোমার লাবণ্যগুলো চুষে নিয়েছে ; তোমার সেই আগের উদ্দামতা, চঞ্চলতা আর মসৃণ মনের ফুরফুরে ইমেজ কোথায় যেন হারিয়ে গেছে। অথচ কী রঙিন দিন ছিলো তোমার, দুধসাদা দুপুরগুলো তুমি কেমন শিল্পময় করে তুলতে, তোমার ক্রমবর্ধমান লকলকে চুলের ডগাগুলো আমার মনকে কেমন দুর্বাময় করে তুলতো, আঙুলগুলো ছিলো শিল্পকলার ছাত্রের অবশ্য পাঠ্য, তোমার উচ্চারিত ধ্বনিগুচ্ছ মনে হতো নামকামানো কোনো শিল্পীর বিখ্যাত সঙ্গীত, তোমার সাথে জমানো বিকেলগুলো গোধুলী হয়ে সন্ধ্যায় মিশে যেতো,,ে তোমার বুকের বিন্যাস ছিলো নান্দনিক শিল্পের কারুকার্যে ভরা ; আজ চোদ্দ বছর পর যখন তোমাকে দেখলাম, মনে হলো : কে তোমার জৌলোস আর লাবণ্যপাঁপড়িগুলো ছিঁড়ে নিয়েছে, তোমার নীল চোখ আজ পাংশুটে সাদা, তুমি নড়বড়ে পাঁজরের ফ্রেমে ভর দিয়ে কালের ধকল ঠেকাচ্ছো।

আসলে কালই আমাদের কাল ! কাল সবকিছু লুটে নিয়ে মিশে যায় মহাকালে : আমরা শুধু সকাল আর বিকাল হিসেব করে কাল হয়ে যাই। আর বলি : অকালে মরে গেলো লোকটি। অথচ সবকিছু শুদ্ধ হয় কালের করাল গ্রাসে। ২২.১২.২০১২ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।