ইংরেজির ভুল উচ্চারণ ও প্রতিবর্ণীকরণের ক্ষেত্রেও অসচেতনতা রয়েছে। যেমন : blight, continuance, critically, down-trodden, gaudy2, median, modernistic, preservative, sub-edit, unnecessary.
অভিধানটির পৃষ্ঠা নাম্বারেও দীর্ঘদিন বিভ্রাট ছিল। ৩৩১ নাম্বার পৃষ্ঠার অস্তিত্বই ছিল না। ওখানে ২৩১ নাম্বার ছিল। স¤প্রতি তাতে সংশোধনী আনা হয়েছে। vauge শব্দের অপরাধ জানা যায়নি। তবে অভিধানে একমাত্র এ শব্দটির উচ্চারণ দেয়া হয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।