মেয়েদের সাথে আমি কথা বলতে ভয় পাই। আর একটু সুন্দর মেয়ে দেখলেই তাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করি। এভাবেই কাটছিল জীবন। এর মধ্যে একদিন আমার ফোনে একটা মেয়ের কল আসলো। পরিচয় পেলাম, তাকে আমি চিনি।
৭ বছর আগে আমি যখন ৫ম শ্রেণীতে পড়তাম, তখন সে আমাদের পাশের বাড়িতে ভাড়া থাকত। ও ক্লাস 4 এ পড়ত। আমরা একসাথে খেলতাম। ১ বছর এখানে থাকার পর ওরা এখান থেকে চলে গেল। তারপর আর ওর কোন খোঁজ ছিলনা।
এখন সেই মেয়ে আমাকে বলে যে সে অনেক কষ্ট করে আমার নাম্বার জোগাড় করেছে। এবং তার ৭ বছর আগের সব স্মৃতি মনে আছে। এইভাবে আমরা কয়েকদিন কথা বললাম। একপর্যায়ে মেয়েটি আমাকে বলল যে সে আমাকে প্রচন্ড ভালবাসে। আর ঐ সময় সে ভর্তি কোচিং এর জন্য আমার শহরে ছিল।
আমি দেখা করতে চাইলাম। অনেকদিন পর দেখলাম, অপূর্ব লাগতেছিল। ঐ দিন অনেক ভাবলাম, আমার পহ্মে কোন মেয়ে পটানো সম্ভব নয় আবার মেয়েটা আমাকে সত্যিই ভালবাসে, এরকম কি পাবো? এরপর আমি তার Proposal accept করলাম। সম্পর্কে আসার পর মেয়েটার সম্পর্কে অনেক জানলাম। মেয়ে আমার মতই সতী।
আমাকে আসলেই অনেক ভালবাসে। কিন্তু কিছু হ্মেত্রে সমস্যা, যেমন আমি একটু সাহিত্য পছন্দ করি। মেয়েতো কোনদিন কোন বইটই পড়েই নি, আবার আমি যদি কোন উপলব্ধিমূলক কথা বলি সে তা বোঝেনা। আবার আমি দেশকে promote করতে ভালবাসি। আর সে দেশপ্রেমের সংঞ্জা জানে না।
আরও অনেক অসামঞ্জস্য আছে। মোট কথা এখন মনে হয় যে সে আমার যোগ্য না। তাহলে কি করব, তার মন ভাঙ্গব? নাকি তার ভালবাসাকেই বেশি মূল্য দেব? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।