একটা হাহাকার লইয়া জীবন ধারন....
আমার সব ধারনা গুলো এমন হ্য় কেন??? আমি আমাকে চিনতে পারিনা কেন??? একবারের জন্য চিৎকার করে কান্না করতে পারিনা কেন?? আমি কি আমার মতো না কি অন্ন সবাই আমার মতো আমি বুঝতে পারিনা কেন???? আমি সারারাত জেগে থাকি কেন ??? রাস্তায় পরে থাকা মানুষ গুলা দেখি প্রান খুলে হাসে পেট পুরে পচাঁ বাশি খাবার খায়... এক ঘুমে সকাল বানায় আবার রঙরসের আলাপ মারে । আচ্ছা আমার কি কিছুর অভাব নাকি এইটা আমার স্বভাব???? আমি কোনোটাই বুঝতে পারিনা কেন??? মাঝে মাঝে মনটা চায় জুতার শক্ত তলা দিয়া.........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।