আমাদের কথা খুঁজে নিন

   

বুঝতে চায়নি কেউ

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। শাফিক আফতাব বুঝতে চায়নি কেউ আমি কত কষ্টে থাকি আমার ভেতর কত যন্ত্রণার কীট খাবলে খায় আমার নাগরিক শরীর প্রেসার বেড়ে গেছে সেই সাথে হার্টবিট রক্তে হিমোগ্লোবিনও কমে গেছে আমার ব্যাংকে কোনো ব্যালেন্স নেই আমি দীনহীনের মতো বাস করি এই শহরে আমার নুন আনতে পানতা ফুরায় আমার কোনো গালফ্রেন্ড নেই আমি পাঁচতারা হোটেলের গেট অদ্যাবধি পাড় হতে পারিনি আমি গাঁজা খাইনা মাগিখোর নই বাংলাভাষায় নরম সুরে কথা বলি বটতলার কমদামী উকিলের মতোন কালোকোর্ট আর ঢিলে টাইয়ের গিট দেখে মানুষ ভাবলো বেশ ভালোই থাকি আমি এই শহরে প্রেম আর মানবতার কাছে মুখ গুজেঁ দিয়ে এই শহরে ভালো থাকা যায় না এখানে ভালো থাকার মানে অন্য যারা ভালো থাকেন, তারাই বুঝেন ভালো থাকার মানে এখানে ধান্দা, উৎকোচ, খাদ্যে ভেজান ওজনে কম, টোল, চাঁদা, অবৈধ ভাউচার চুরি দস্যুতা, মাটি আর চামড়ার ব্যবসা। বুঝতে চায়নি কেউ আসলে আমি কত কষ্টে থাকি............. ০৫.০৬.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।