কিছু জীবনবোধ
জস্নাভরা আকাশ জোরা
আলোর মাঝে পরছি ধরা।
পরে পরে ধরে ধরে
যাচ্ছি আজ দহু দূরে।
চলছি একা মরছি একা
পাইনা সুধু তোমার দেখা।
হাটতে হাটতে ক্লান্ত হয়ে
বসলাম আজ বন্দি হয়ে।
মন পেতে চায় যে তোমায়
চলোনা আমার সঙ্গি হয়ে।
হইত আমায় চাওনা তুমি
তবু তোমার জন্য পাগল আমি।
বুঝবে যেদিন এই কাহিনি
বুঝবে সেদিন কত পাগল আমি।
সেদিন হইত পাবেনা আমায়
কাদঁবে সেদিন তাকিয়ে দূর জানালায়।
চাঁদের আলোয় আঁখি ভরা জল
করবে তোমায় বদ্ধ মাতাল।
দেখব আমি মেঘের ভেলাই বসে
কিন্তু পারবে না আমায় পেতে।
করুনাময় দিবে না আমায় যেতে
তোমার তরে আবার হারাতে।
তোমার সেই অশ্রু দেখে আমি
গাইব প্রলাম জেনে রেখ তুমি।
যেতে নাহি চাই...
চাই তোমায় পেতে।
তোমার পরে সমরপন
আমার এই সময় ও মন...।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।