শূন্যতা খুজে বেড়াই।
তারপর কী হলো-
কী আবার হবে যে দিক দুচোখ যায় শুধু চেয়ে থাকল ও
এক সময় আমার মনে হলো ও শুধুই তাকিয়ে নেই হয়তো কাউকে খুজছে
জিজ্ঞেস করলাম কী খুজছস
ভালোবাসা, নেহা বলল
কী! পাগল হলি নাকি
হ্যা পাগলই বলতে পারিস, তুই কি বলতে পারবি যখন
কোনো মায়ের গর্ভে ভ্রুণ আস্তে আস্তে বড় হয় তখন তার
কী অনুভব হয়, পারবি না কারণ সে স্বাধ কখনও
পাস নি এরপর যখন কোনো দূঘটনায় সেই ভ্রুণ
নষ্ট হয়ে যায়, তখন সে মায়ের যে অবস্থা হয় চারদিক
কিছু খুজে কী খুজে কউকে বলতে পারে না।
আমি নেহার দিকে কতক্ষণ তাকিয়ে ছিলাম বলতে
পারব না দেখলাম ওর দু গালে আশ্রুধারা, এমন
পরিস্থিতিতে কী করতে হয় আমার জানা
ছিল না তবে এটুকু বুঝতে পারলাম আমি
একটা অথর্ব।
আমরা শুধু শুধু জীবনের প্রতি মায়া/ ভালোবাসা
দেখাই কোনো কর্যকারণ থাক বা না থাক অথচ
বুঝতে পারি না কেন এমন করি কিসে
আমাদের ভালোবাসা কখনও বুঝি
কখনও বুঝি না হয়তো বুঝতে চেষ্টা করি না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।