কোন এক ক্ষুঁদে বার্তায় তুমি লেখেছিলে...
আজ থেকে অনেক বছর পরে
বিষণ্ন এক বিকালে আনমনে যদি
মনে পড়ে আমায়, ভাবিও না তখন
কেমন আছি ?
মনে করো যেখানেই আছি,
ভালো আছি, তোমাকে ছাড়া যতটুকু
ভালো থাকা যায় ...
আজ সেই পড়ন্ত বিকাল আনমনে আমি তোমায় ভাবছি । জানি আজ তোমায় পাবো না, পাবার যে তীব্র ইচ্ছা হচ্ছে তাও নয় । তবুও তোমার জন্য আজ সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, বাম বুকে অপ্রত্যাশিত এক ব্যথাও অনুভব করছি । বারবার ভাবনায় একটা কথায় আসছে, এতটা অবহেলা না করলেও চলতো, এত ভালোবাসা থেকে তোমাকে একটু ভা্লোবাসা দিলে কী এমন ক্ষতি হতো । আমার কাছে তো তেমন কিছু চাওয়ার ছিলো না তোমার।
শুধু চেয়েছিলো একটু ভালোবাসা যা তোমার পথ চলার পথেয় হত । সে ভালোবাসা আবার কী অদ্ভুত ! সে ভালোবাসাই আমাকে চাও নি, চেয়েছিলে শুধু আমি তোমার কবিতাটা পড়ি, একটু তোমার সাথে পাশাপাশি হাঁটি, একটু মিষ্টি করে কথা বলি, তোমার ভালো কাজে একটু উৎসাহ দেই ।
আজ বুঝছি আমার প্রতি তোমার কোনো মোহ ছিলো না । মোহ ছিলো আমার মিষ্টি হাসির প্রতি, আমার মিষ্টি কথার প্রতি । কী অদ্ভুতভাবেই না তুমি আমায় ভালোবেসেছিলে ।
এতোটা নিঃস্বার্থ ভালোবাসা, ভালোবাসো কী করে ? কী করে পাওয়ার আশা না করে ভালবাসা যায় তা আজও আমি ভেবে পাই নি ।
তোমার কবিতাগুলো আজ বারবার পড়ছি । আর অনুভব করার চেষ্টা করছি তোমার সেই নির্লোভ, নিরুত্তাপ ভালোবাসা ।
সন্ধ্যা
১৮। ১১।
১১ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।