আমাদের কথা খুঁজে নিন

   

নিরুত্তাপ হরতাল চাঁপাই ও জয়পুরহাটে

চাঁপাইনবাবগঞ্জে হরতালের সমর্থনে মিছিল বের হলেও পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। জয়পুরহাটে হরতালের সমথর্নে কোথাও কোন পিকেটিং বা মিছিল দেখা যায়নি।
জমায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রাজশাহী জোনের নেতা রফিকুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার আধাবেলা হরতাল ডাকে দলটি।
সিটি কর্পোরেশনের নির্বাচনের কারণে রাজশাহী মহানগরী হরতালের আওতামুক্ত রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে শহরের পিটিআই মোড় এলাকা থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।


এছাড়া সকাল সাড়ে ৬টার দিকে শহরের পিটিআই মোড় এলাকায় হরতাল সমর্থকরা একটি মিছিল বের করার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শহরের আর কোথাও হরতালকারীদের মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে শহরে বিভিন্ন যানবাহন চলাচল করছে। রেল চলাচলও স্বাভাবিক।


জয়পুরহাট প্রতিনিধি জানিয়েছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা শহরের অধিকাংশ দোকান-পাট খুলতে শুরু করেছে। হরতালের সমথর্নে জেলার কোথাও কোন পিকেটিং বা মিছিল হয়নি।
জয়পুরহাট পুলিশ সুপার হামিদুল আলম জানান, জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নাশকতা এড়াতে জেলার বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি র‌্যাবের টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে কক্সবাজারেও মঙ্গলবার আধাবেলা হরতাল পালন করছে ইসলামী ছাত্র শিবির।


 সেখানে হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মাহফুজুল করিমকে গ্রেপ্তারের প্রতিবাদে আধাবেলার এই হরতাল দেয় সংগঠনটি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।