আমাদের কথা খুঁজে নিন

   

গুগলে অশ্লীল বাংলা শব্দ প্রতিরোধ,

হাই, আমি শারমিন টুম্পা।

ইন্টারনেটে তথ্য খোঁজার জনপ্রিয় সাইট গুগলের বাংলা সংস্করণে (Google.com.bd) কোনো তথ্য খোঁজার জন্য অক্ষর টাইপ করলে বিভিন্ন শব্দ সাজেশন স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শন করে সাইটটি। এর মধ্যে অধিকাংশই অশ্লীল শব্দ। এ ধরনের শব্দ প্রদর্শিত হওয়ায় অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়। যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের মধ্যে এই সমস্যায় পড়ে নাই এই রমক লোক কম আছে ।

আসলে এটা খুব বিব্রত অবস্থায় পেলে দেয়। যেমন- কোনো কিছু খোঁজার উদ্দেশে ইংরেজি অক্ষর জে [ঔ] টাইপ করলে সাজেশন হিসেবে 'যৌন ছবি' 'যৌন গল্প'সহ নানা অশ্লীল কিওয়ার্ড দেখা যায়। ইন্টারনেটে সার্চ করার সময় এসব অশ্লীল শব্দ প্রদর্শন করায় অফিসে কিংবা বাসায় বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয় সবাইকে। অশ্লীল সাজেশন বন্ধ করা এজন্য প্রথমে গুগলের বাংলা সংস্করণে গিয়ে গুগল বাংলা হোমপেজের ওপরে ডান পাশে 'পছন্দসমূহ' লেখা বাটনে ক্লিক করতে হবে। একটি সেটিংস অপশন প্রদর্শন করবে।

'উপস্থাপনের ভাষা' ট্যাবে সাধারণত স্বয়ংক্রিয়ভাবেই 'বাংলা' নির্বাচন করা থাকে। যদি এ ট্যাবে বাংলা নির্বাচন করা না থাকে তবে বাংলা নির্বাচন করে নিতে হবে। এবার একেবারে নিচে অনুসন্ধান বিষয়ক পরামর্শ ট্যাব থেকে 'অনুসন্ধান বক্সে অনুসন্ধানের পরামর্শ লিখবেন না' লেখা অপশনে টিক চিহ্ন দিতে হবে। পরে 'পছন্দসমূহ সংরক্ষণ' বাটনে ক্লিক করে গুগলের হোমপেজে ফিরে আসতে হবে। এবার আর বাংলা অক্ষর টাইপ করলে আর অশ্লীল কোনো কিওয়ার্ড সাজেশন হিসেবে প্রদান করবে না।

সুত্র-দৈনিক সমকাল।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.