কাউন্টারে যেয়েই টিকিট পেয়ে গেলাম, তাও আবার ভালো সিট। মা অস্থির ছিলো টিকিট পাবো কিনা এই চিন্তায়। মাকে ফোন করলাম টিকিট পেয়েছি এই কথা জানানোর জন্য, মা খুব খুশি (গত ঈদে আমি বাড়ি যাইনি/যেতে পারিনি)। ছোট বোন জোরে জোরে মাকে বলছে "মা ভাইয়াকে ল্যপটপ আনতে নিষেধ করো"। মা যেনো পেয়ে বসলেন আমাকে, কিছুতেই ল্যপটপ আনা যাবে না। কিন্তু ব্যপার হচ্ছে সামনের মাসের ৩ তরিখের মধ্যে আমাকে একটা পে-রোল সফটওয়্যার সাবমিট করতে হবে, যেটার ৫০% কাজ শেষ হয়েছে, ভেবেছিলাম বন্ধে পুরা কাজটা শেষ করবো। মাকে পুরো ঘটনা বলার পর মা বললো "ঠিক আছে, তাহলে তুই আসার দরকার নাই। ল্যপটপ নিয়ে ঢাকা থাক, বাড়ি আসলে ল্যপটপ আনতে পারবি না।" বলেন কি করি এখন???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।