আমাদের কথা খুঁজে নিন

   

দিকে দিকে জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে, সময় থাকতে লুফে নিন! সঠিক ফ্রাঞ্চাইজি থেকে টিকিট সংগ্রহ করুন।

So lately, been wonderin, who'll be there to take my place. When I'm gone, you'll need LOVE, to light the shadows on your face....If I could, then I'd, I will go wherever you will go.. Way up high, or down low, I will go wherever you will go... ধর্মব্যাবসায়িদের নিয়ে কিছু কইলেই নাকি নাস্তিক। আজ এক আবালে নাস্তিক কইছে, সেইখানে নগদে লা ইলাহা... পাঠ করিলাম এবং বিশ্বাস এর কথা জানাইলাম। ধর্মঅনুসারে বিশ্বাসীকে অবিশ্বাসী বলায় সে অটো কাফের হয়ে গেলো!! কেমনে কি? বাংলাদেশ ইসলামকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে, শিয়া, সুন্নি, মউদুদি, কওমী, হেফাজতে, জামাতে, শিবিরতে...... ইত্যাদি। সুন্নীয়ত নাকি নাজাত প্রাপ্ত একমাত্র জান্নাতী দল! এদিকে রাজারবাগী পীর-হুজুরেরা ডাইরেক্ট টিকিট দেয় জান্নাতের। মানত করলে তা পূরণ এর লাস্ট ডেট দিয়ে দেয়, বিশ্ব আশেকে রাসুল (সঃ) এর সমাবেশই নাকি লাস্ট ডেট! আর হুজুরের সাথে সৎভাবে থেকে গেলে নাকি হাসরের ময়দানে-কবরে ডাইরেক্ট ঢাল হবে, বাঁচাবে!! আল্লামা সফিকে কিছু বলা যাবে না, উনি নাকি জান্নাতের টিকিট পেয়েছেন, ইমাম মাহাদী উনিই! এই জমানার নবী।

(মানী লোক, মান্য করি, উনারে ব্যাবহার করা ছাগলের বাচ্চাদের কথা এরকমই। ) এতো বিশেষ বিশেষ সব অফার চলতেছে জান্নাত যাওয়ার! কোন ফ্রাঞ্চাইজি সঠিক সেটা বুঝতে পারছি না ঠিক। এই বিষয়ে কনসালটেন্সি ফার্ম খোলা খুবই জরুরী মনে করছি। প্রতিষ্ঠান এর নাম হবে "সঠিক পথে জান্নাত গমন!" থাবড়াইয়া মনে হয় তগো চাপা খুইলা ফালাই। তোরা ইসলাম মারাইতে আইছস! আর কোন ব্যাবসা আছিল না? ধর্ম নিয়া ব্যাবসা না করলে তোদের পেটে ভাত জুটতো না বেজন্মারা? তোদেরকে কে অধিকার দিয়েছে আমার ধর্মকে নিয়ে এইভাবে খোলা মাঠে ব্যাবসা করার? কে অধিকার দিয়েছে আমার ধর্মকে কলংকিত করার? আমার বিশ্বাসকে তোরা কেন এভাবে ব্যাবহার করিস! তোরা শয়তান, তোরা শয়তান, তোরা মুসলমান হলে আমি দুঃখিত, তোদের মতো ব্যাবসা আমি করতে পারবো না।

"আসতাগফিরুল্লাহ"  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.