মানুষ হিসেবে মাথা উচুঁ করে থাকতে চাই। কণ্ঠশিল্পী নচিকেতা তার একটি গানে ডাক্তার সম্পর্কে সাধারণ মানুষের মনের কথা তুলে ধরেছেন------তার গানটি এমন --- ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার--ও ডাক্তার তুমি কত শত পাশ করে এসেছ বিলেত ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে--- ও ডাক্তার ও ডাক্তার ------ও ডাক্তার তোমার এমবিবিএস আর এফআরসিএস বোধ হয় এ টু জেট ডিগ্রী জোলাতে ডাক্তার -- ও ডাক্তার ডাক্তার মানে সেতো মানুষ নয় আমাদের চোখে সেতো ভগবান কসাই আর ডাক্তার একই তো নয় কিন্তু দুটোই আজ প্রফেশন কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে তোমার আছে ক্লিনিক আর চেম্বার ও ডাক্তার-----ও ডাক্তার ------------------------- ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট ক্লিনিকের সন্ধান ও তিনিই দিবেন ১০০ টাকা যদি ক্লিনিকের বিল হয় অর্ধেক দালালি তিনি নিবেন --------------------- রোগিরা তো রোগি নয় খদ্দের এখন খদ্দের পাঠালেই কমিশন ক্লিনিক আর ডাক্তার কিটোবিফোর খাচ্ছে বুচ্ছেনা গর্দভ জনগণ---- কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে ওদের আছে ক্লিনিক আর চেম্বার ও ডাক্তার-----ও ডাক্তার ----------------------- নিজেদের ডাক্তার বলো কেন তার চেয়ে বলোনাকো ব্লাকমেলার রোগীর আত্মীয়দের ঘটিবাটি চাটি করে করো সুযোগের সৎ ব্যবহার -------------------------- সরকারী হাসপাতালের পরিবেশ আসলেতো তোমরাই করেছ শেষ হাসপাতাল না থাকলে জনগণ নার্সিং হোমে যাবে অবশেষ সেখানে জবাই হবে উপরি কামাই হবে মানুষের সেবার কি দরকার ও ডাক্তার ও ডাক্তার ------------------- বাচাঁনোর ক্ষমতা তো তোমারি হাতে তুমি যদি মারো তবে কোথা যাই অসহায় মানুষের তুমিইতো সব কিছু করজোড়ে নিবেদন করছি তাই ----------------------- তোমার গৃহীনী যে গয়না পড়েন দেখেছো কি তাতে কতো রক্ত? তোমার ছেলের চোখে দেখেছো কি কত ঘৃণা জমা অব্যাক্ত তোমারও অসুখ হবে তোমারই দেখানো পথে যদি তোমাকেই দ্যাখে কোন ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার---
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।