যেন এক ইস্পাত ফলা ধারালো তুমুল
নিসর্গের পদতলে খুব ঋজু, খুব টানটান।যেনবা বিদ্রোহের অনমিত নাম।
বাতাস কঁকিয়ে ওঠে।ফুঁসে ও গোঙায় অবরুদ্ধ প্রতিবাদগুলো।
কে শুনেছে কবে নাৎসিরা চিরজীবি হয়
বিয়োগান্ত সময়ের ফাঁক গলে কেউ কেউ নচিকেতা কেউবা লেলিন
কেউ কেউ ল্যাকপ্যাক তুলতুলে আদরের পাঁকে
কেউ কেউ সময়ের বিপরীতে বুক খোলে দাঁড়িয়েছে পল্টনের মোড়ে।
খুব ঋজু খুব টানটান ইস্পাতের ফলার মতন
কেউ কেউ নচিকেতা কেউ কেউ আবারো লেলিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।