আসবে সময় আমাদেরও, হাসবে তখন মহাকাল। মিশবে তখন ধুলোতে, জীর্ণ নীতির কঙ্কাল। মুক্তির পথ ধরে, অধিকার ঘরে ঘরে। নিকশ কালোরা আর বুনবে না জাল! একজন নতুন ব্লগার হিসেবে লেখার মত তেমন কিছুই নেই। তাই আমার প্রিয় গায়ক নচিকেতার একটা গানই লিখলাম।
নচিকেতার নতুন অ্যালবাম " সব কথা বলতে নেই" এর আমার সবচেয়ে প্রিয় গান এটি। সত্যি বলতে নচিকেতার সব গানই আমার প্রিয়। কারন নচিকেতা তো কোন শিল্পীর নাম না, জীবন্ত এক নেশার নাম! আর লেখাটাও উৎসর্গ করলাম নচিকেতাকেই। অনেকটা গঙ্গাজলে গঙ্গা পূজো আর কি!
স্বপ্নের পাতা ঝরে যায়, মন আকাশে সন্ধ্যে ঘনায়।
স্বপ্নের পাতা ঝরে যায়, মন আকাশে সন্ধ্যে ঘনায়।
বয় পূবালী বাতাস,
আঁধার আঁধার আকাশ,
ও দূরে দূরে আবছায়া ছবি গান গায়।
কি শুনিয়ে যায়?
ও স্বপ্নের পাতা ঝরে যায়, মন আকাশে সন্ধ্যে ঘনায়।
ও স্বপ্নের পাতা ঝরে যায়, মন আকাশে সন্ধ্যে ঘনায়।
কিছু স্মৃতি রংচটা,
ধোঁয়াশার ঘনঘটা, ছড়ানো।
কিছু রাত জাগা সুরে,
আরও দূর থেকে দূরে হারানো।
এই মন অসহায়, উজানেতে তরী বায়।
ও দূরে দূরে আবছায়া ছবি গান গায়।
কি শুনিয়ে যায়?
ও স্বপ্নের পাতা ঝরে যায়, মন আকাশে সন্ধ্যে ঘনায়।
ও স্বপ্নের পাতা ঝরে যায়, মন আকাশে সন্ধ্যে ঘনায়।
এই রাত জাগা একা।
দূরে নীল তারা দেখা, অনিমেষ।
যেন আকাশের সীমা।
ঐ ঘন শ্যামলিমা আছে বেশ!
এই মন অসহায়, উজানেতে তরী বায়।
ও দূরে দূরে আবছায়া ছবি গান গায়।
কি শুনিয়ে যায়?
ও স্বপ্নের পাতা ঝরে যায়, মন আকাশে সন্ধ্যে ঘনায়।
ও স্বপ্নের পাতা ঝরে যায়, মন আকাশে সন্ধ্যে ঘনায়।
বয় পূবালী বাতাস,
আঁধার আঁধার আকাশ,
ও দূরে দূরে আবছায়া ছবি গান গায়।
স্বপ্নের পাতা ঝরে যায়, মন আকাশে সন্ধ্যে ঘনায়।
স্বপ্নের পাতা ঝরে যায়, মন আকাশে সন্ধ্যে ঘনায়।
ডাউনলোড লিঙ্কঃ http://djsurojit.wapdale.com/SKBNh ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।